ইন্টারনেট ছাড়াই ওয়েব ভিজিট
অনেকেই হয়ত ইন্টারনেট থেকে দুরে থাকেন বা ইন্টারনেট থাকলেও আনলিমিটেড ব্যবহারের সুযোগ নেই । যেমন, আমার একটি প্রিয় ওয়েবসাইট আছে যা আমি সব সময় ভিজিট করতে চাই । আমার এক সিনিয়র ভাই ছিলেন যিনি আমাকে অনেকটা ফ্রী-তে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দিয়েছিলেন । এই সফটওয়্যারটা কাজে লাগিয়ে আমি বাসায় বসে আমার প্রিয় ওয়েবসাইটা ভিজিট করতাম । পরিচিত হয়ে নি, সে সফটওয়্যারটার সাথে ।
সফটওয়্যারটার নাম HTTrack । এটি খুব হালকা ৪ এমবির একটি সফটওয়্যার তাই ডাউনলোড করার কোন ঝামেলা নাই।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । ডাউনলোড শেষ হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন । এবার নিচের স্ক্রীনশর্ট গুলো আনুসরন করে এগিয়ে যান ।
১।
২।
৩।
৪।
৫।
৬।
যেভাবে করবেনঃ
১। প্রথম ছবি থেকে Next ক্লিক করুন ।
২। লাল তীর চিহ্নিত স্পেস গুলো পুরন করুন ।
৩। এখানে আপনি যে ওয়েবসাইট অফলাইন এ ব্রাউজ করতে চান সেটি টাইপ করুন ।
৪। এখানে দেখুন সাইটটি ডাউনলোড হচ্ছে ।
৫। ডাউনলোড হয়ে গেলে , বা যে পরিমাণ আপনার প্রয়োজন তা ডাউনলোড হয়ে গেলে cancel ক্লিক করুন । একটু সময় নিয়ে ফাইল গুলো সেভ হতে তাকবে ।
৬। যেখানে সেব করেছেন সেখানে গিয়ে HTML ফাইল টি ওপেন করুন । ওপেন করলে ৬ নাম্বার স্ক্রীনশর্টের মত একটি ইন্টারফেস আসবে । তারপর যে ফাইল নেম দিয়ে ফাইল সেভ করেছেন সেটি তীর চিহ্নিত স্থানে দেখবেন, এরপর ক্লিক করুন ।
এবার উপভোগ করতে থাকুন আপনার প্রিয় ওয়েবসাইটটি কোন ধরনের ইন্টারনেট সংযোগ ছাড়া ।
আপনি কি কখনো ঘুড়ি উড়িয়েছেন । আপনি উড়ালেও আপনার ছোট ভাই বোনেরা হয়ত কখনো উড়ায়নি । আপনি যদি চান তাহলে তাদেরকে ভার্চুয়াল দুনিয়ার বাইরে অন্য এক পৃথিবীর সাথে পরিচয় করে দিতে পারেন । চলুন-না একদিন আপনি আর বাসার ছোটদের হাতে রঙ্গিন ঘুড়ি নিয়ে বেড়িয়ে আসুন খোলা কোন মাঠে । কারন ঘুড়ির পাইলট হওয়া সত্যি অনেক মজার ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment