আপনার জন্য একটি হ্যান্ডিক্যাম !!!


সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হ্যান্ডিক্যাম নিয়ে আজকের লেখা। প্রতিদিন প্রযুক্তিগত জিনিসের চাহিদা বেড়ে যাচ্ছে । ইদানীং অনেকই হ্যান্ডিক্যাম ব্যবহার করে থাকে। বিভিন্ন অনুষ্ঠানে, এই হ্যান্ডিক্যাম ভিডিও রেকর্ডের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আবার অনেকেই ইন্টারনেটের টিউটোরিয়াল বানানোর কাজে এই হ্যান্ডিক্যাম ব্যাবহার করে থাকেন। তাই বলা যায়, আপনার প্রতিটি মুহূর্ত জীবন্ত ধরে রাখতে হ্যান্ডিক্যামের কোন বিকল্প নেই।
১। এই হ্যান্ডিক্যামটি সনির Sony PJ530।  এটিতে আছে ৩০X অপটিক্যাল জুম যা ৬০X পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব। পাশাপাশি এটিতে আছে একটি প্রজেক্টর যা দিয়ে আপনি রেকর্ড গুলো দেখতে পারবেন কোন ধরনের মনিটর বা টিভির সংযোগ না নিয়ে। ১০৮০P পিক্সেলের এই হ্যান্ডি ক্যামে নিতে পারবেন ৫০fps বা ফ্রেম পার সেকেন্ড।







২। ক্যাননের (CANON) – XA10। এটি দিয়ে ১০৮০ পিক্সেলের ভিডিও করতে পারবেন। বিশেষ করে দৌড়-ঝাঁপ বা গান ফায়ারিং’র শুটিং করতে এই হ্যান্ডি ক্যামটি খুব কাজের। আরও আছে সম্পূর্ণ ১০X হাই ডেফিনেশন ভিডিও এবং জুমিং সুবিধা। ফ্ল্যাশ ড্রাইভ ৬৪ জিবি।






৩।  প্যানাসনিকের (Panasonic) HC–V750। এটিতে পাবেন ২০X অপটিক্যাল জুম যা আপনি ৫০X পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন ।সাথে পাচ্ছেন ৬.০৩ মেগাপিক্সেল রেজ্যুলশনের  ভিডিও। কোন ফাইল শেয়ারিং’র জন্য পাচ্ছেন ওয়াই-ফাই সুবিধা।





৪। (Samsung) স্যামসাং-এর  HMX-F90BN। এটিতে পাবেন ৫২X অপটিক্যাল জুম সহ এইচডি রেকর্ডের (HD Recording) সুবিধা। এই হ্যান্ডি ক্যামটি প্রতি সেকেন্ডে ৩০টির মত ফ্রেম  রেকর্ড করার ক্ষমতা রাখে আর ভিডিও কোয়ালিটি ১২৮০ X ৭২০ পিক্সেল।









৫। (Canon) ক্যাননের VIXIA HV30 HD ।এটি ২৪ পিক্সেল সিনেমা মোড (Cinema Mode) ও ৩০ পিক্সেল প্রোগ্রেস মোডে (Progress Mode) কাজ করে। অপটিক্যাল ঝুম ১০X।







আশা করি এই লেখাটি কাজে আসবে। একটা বিষয় জানিয়ে রাখি তা হচ্ছে আমি নিজে যখন হ্যান্ডিক্যাম কিনতে গিয়ে দেখেছি, একটি ব্র্যান্ডের মাঝেই অনেক গুলো মডেল ও রকমের হ্যান্ডি-ক্যাম। পাশাপাশি আপনি অনেক গুলো দোকানে বিভিন্ন মডেল ও ব্রান্ডের হ্যান্ডিক্যাম দেখলে বুঝতে পারবেন, কোনটি আপনার জন্য ভাল হবে। আরও একটি বিষয় বলে রাখি হ্যান্ডিক্যামের ক্ষেত্রে নির্দ্দিষ্ট দাম (Fixed Price) বলতে কিছু নেই । কয়েকটি দোকান ঘুরে দেখুন, দামের মধ্যে কিছুটা পার্থক্য আছে। দাম ও আপনার বাজেট, তার উপর নির্ভর করে, অবশ্যই ব্যবহার বান্ধব হ্যান্ডি-ক্যাম নিন, যাতে পরিবারের সবাই ব্যবহার করতে সক্ষম হন,  আরেকটি কথা মনে রাখবেন, ওয়্যারেন্টি বা বিক্রয়োত্তর সেবা কি আছে, তা ভালভাবে জেনে নিন, আপনার সুবিধা মনে হয় সেখান থেকে কিনে নিন।



পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, করতে হলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
Share on Google Plus

About মইন উদ্দিন

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment