বন্ধুরা কেমন আছেন। আজকের পর্বটা সাজিয়েছি শুধু বাচ্চাদের জন্য। অংক বললে অনেকই যমের মত ভয় পেয়ে যায়। কিন্ত আমরা যদি ছোট বেলা থেকে অংক শিখি তাহলে এই ভয় আর থাকবে না । সে কথা চিন্তা করে এই লেখায় বলব, কিভাবে আপনি আপনার সন্তান, ছোট ভাই বোন দেরকে অংক শেখাতে পারেন। তবে মনে করবেন না যে আপনার সন্তান বা ছোট ভাই বোনেরা এই অ্যাপস গুলো খুঁজে পাবে বা খেলবে । বরং এটি আপনার কর্তব্য তাদেরকে এই ধরণের অ্যাপস’র সাথে পরিচয় করিয়ে দেওয়া । এই অ্যাপস গুলো অনেকটা অংকের উপর হাতে কড়ি শেখানোর মত (বিশেষ করে ৩-৭ বছরের বাচ্চাদের জন্য)। এই অ্যাপস গুলো একসাথে ২টি কাজ করবে । একটি হচ্ছে এটি খেলতে বাচ্চারা মজা পাবে আরেটি হচ্ছে সাথে সাথে অংক শেখাও হবে। তাহলে আসুন শুরু করা যাক ।
১। প্রথমে আপনাদের সাথে যে অ্যাপসটির সাথে পরিচয় করিয়ে দিব এটির নাম Learning Games: Toddler Math। এটি অত্যধিক জনপ্রিয় একটি অ্যাপস। ডাউনলোড করতেএখানে ক্লিক করুন।
0 comments:
Post a Comment