সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ল্যাপটপের উপর ধারাবাহিক পর্বের পঞ্চম পর্ব। আজকে আমরা শিখব কিভাবে ল্যাপটপে র্যাম খুলতে ও লাগাতে হয়। যেমন অনেক গুলো সফটওয়্যার ইন্সটল করলে আপনার ল্যাপটপ খুব ধীর-গতির (Slow) হয়ে যেতে পারে বা একসাথে অনেক গুলো ব্রাউজার ট্যাব ওপেন করলেও আপনার কম্পিউটার ধীর-গতির হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যা সমাধানের জন্য আপনাকে র্যাম বাড়াতে হবে ল্যাপটপের পারফর্মেন্স গতিশীল করার জন্য।
তবে নতুন র্যাম লাগানোর আগে দেখে নিন আপনার আদৌ র্যাম লাগানোর প্রয়োজন আছে কিনা। ধরুন, আপনি প্রতিদিন ভিডিও এডিটিং ও ফটোশপ সফটওয়্যার ব্যবহার করেন । এই দুটি সফটওয়্যার ব্যবহার কি পরিমাণ র্যাম খরচ করে সেটি দেখে নিতে আপনার কী বোর্ড থেকে win+s চাপুন এবং সার্চ বারে Task manager লিখে Enter কী চাপুন। অথবা আপনার স্ক্রীনের নিচে যে Taskbar টাস্কবারটি আছে সেটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে Task manager সিলেক্ট করলেই Task manager উইন্ডো অপেন হবে। দেখুন নিচের মত,এখানে ৫৬% মেমোরি বা র্যাম ব্যবহারিত হচ্ছে।
তীর চিহ্নিত পারফরমেন্স (Performance) অপশনে ক্লিক করলে একটু নিচের দিকে দেখবেন কি পরিমাণ মেমোরি বা র্যাম ব্যবহারিত হচ্ছে আর কি পরিমাণ মেমোরি Available আছে।
Open Resource Monitor এ ক্লিক করলে আরও বিস্তারিত জানতে পারবেন ।
আজকের পর্বের স্বার্থে ধরে নিলাম আপনার নতুন র্যাম দরকার। আসুন আমরা ধাপে ধাপে শিখে নিই।
প্রথমে ল্যাপটপ বন্ধ করে নিন। তারপর ল্যাপটপের পিছনে যে জায়গায় র্যাম আছে সেই স্লটটি খুলে ফেলুন। ল্যাপটপের ব্র্যান্ড অনুসারে ভিন্ন ভিন্ন হতে পারে। অনেক সময় আপনার ব্র্যান্ড ভিন্নতার কারণে হয়তবা পিছনের সম্পূর্ণ আবরণ খুলে ফেলতে হতে পারে।(প্রয়োজনে অভিজ্ঞ কারো সাহায্য নিন।)
সাধারণত ল্যাপটপে যে র্যামটি ইন্সটল অবস্থায় থাকে তা উপরের স্লটে থাকে তাই প্রথমে ল্যাপটপের র্যামটি খুলে নিন। র্যামর দুই পাশে লাগানো ক্লিপ খানিকটা সরালে র্যামটি খুলতে পারবেন। র্যাম খুলে নিলে দেখবেন ঐ র্যামর নিচে আরও একটি স্লট আছে।
এবার আসুন পুরাতন র্যামটি (খুলে নেওয়া র্যামটি) নিচের স্লটে ইন্সটল করে দিই। খেয়াল রাখবেন র্যামটি আগে যে রকম ভাবে ইন্সটল ছিল ঠিক একই উপায়ে ইন্সটল করবেন নিচের স্লটে। ইন্সটল করার সময় র্যামটিকে ৪৫ ডিগ্রী এঙ্গেলে ধরে (নিচের ছবির মত) নিচের স্লটে বসিয়ে চাপ দিন।
এবার নতুন র্যামটি নিয়ে উপরের স্লটে লাগিয়ে দিন। ৪৫ ডিগ্রি এঙ্গেল ধরে আগেরটির মত নিচের দিকে চাপ দিয়ে লাগাবেন।
বন্ধুরা আশা করি কাজে লাগবে। উপরোক্ত লেখার ব্যাপারে আপনাদের মূল্যবান যে-কোনো পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব, আগামীতে ল্যাপটপের উপর নতুন কোন পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ্য করে করবেন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ্য করে করবেন।
0 comments:
Post a Comment