লিন্ডা মেয়েটিকে চিনেন ?


অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেখা। আজ আপনাদেরকে এমন একজনের জীবনের গল্প শেয়ার করব যে বদলে দিয়েছে হাজারো মানুষের জীবন। যারা প্রযুক্তি নিয়ে কাজ করেন বা প্রযুক্তির সাথে থাকতে চান তাদের সবার কাছে এই নামটি অতীব পরিচিত। হ্যাঁ, আমি লিন্ডার কথাই বলছি। আজকের এই ডিজিটাল দুনিয়ায় কিউ ঘরে বসে আন্তর্জাতিক মানের যে কোন কোর্স করার স্বপ্ন দেখেতেই পারেন । সেটি হতে পারে ফটোশপ, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, থ্রী-ডি, ওয়েব ডিজাইন, বা যে কোন ধরণের ওয়েব ল্যাঙ্গুয়েজ । আপনি হয়ত-বা ইউটিউবের কথা বলতে পারেন বা অন্য কোন সাইটের কথা বলতে পারেন কিন্ত লিন্ডার সাথে প্রতিযোগিতা করতে পারে এমন আর কে আছে। যার ভিডিও টিউটরিয়াল গুলো দেখে দেখে যে কেউ জিরো থেকে হিরো বনে যেতে পারে । আসুন জেনে নিই, সেই মানুষটির সম্পর্কে।





তার পুরো নাম লিন্ডা উইনমেন। তিনি linda.com’র কো-ফাউন্ডার ও এক্সিকিউটিভ চেয়ার। তার এই প্রতিস্টানটি অনলাইন বা দুর- শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে সফল। তার লাইব্রেরিটে আছে হাজার হাজার টিউটরিয়াল যা তার প্রতিস্টানটির দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত। linda.com’র বিজিনেস লোগোটি চেহারার সাথে মিল রেখে করা।





লিন্ডা তার এই অনলাইন টিউটরিয়াল ভিত্তিক কোম্পানিটি প্রতিষ্ঠা করেন ১৯৯৫ সালে। ২০০২ সাল থেকে তার প্রতিষ্ঠান অনলাইনে কোর্স চালু করে এবং ২০০৪ সালের মধ্যে তার প্রতিষ্ঠান ১০০’র মত অনলাইন কোর্স অফার করে। ২০০৮ সাল থেকে linda.com বিভিন্ন বিষয়ের উপর ডকোমেন্টারি তৈরি শুরু করে।



লিন্ডা নিজে একজন কম্পিউটার বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও উদ্যোগতা। তিনি ওয়েব ডিজাইন ও গ্রাফিক্স’র উপর ডজনখানেক বই লিখেছেন যা  আমেরিকার বেস্ট সেলিং বই’র মধ্যে অন্যতম। লিন্ডা তার প্রথম বইটি লিখেছেন ১৯৯৫ সালে যেটির নাম চিল “Designing Web Graphics” । linda.com প্রতিস্টার আগে তিনি ক্যালিফোর্নিয়া আর্ট কলেজ অব ডিজাইনে এনিমেটর ও গ্রাফিক্স ডিরেক্টর  হিসাবে কাজ করেন। তিনি আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ও সানফ্রাঞ্চিকো স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।
লিন্ডা তার হাজবেন্ড ও কো- ফাউন্ডার  ব্রুস হেভিনকে সাথে নিয়ে প্রতিস্টা করেন linda.com।
linda.com  এখন কাজ করছে ৫০০’র মত কর্মচারী ।২০১৩ সালে linda.com , অস্ট্রেলিয়ান ভিত্তিক  video2brain কোম্পানি এবং এপ্রিল ২০১৪ সালে কেনেডিয়ান স্টার্টআপ কমপাইলর কোম্পানিটি কিনে নেয়।
আজ তাহলে এই পর্যন্ত। নতুন কোন লেখা নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।


পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, করতে হলে সোর্স উল্লেখ্য করে করবেন।
Share on Google Plus

About মইন উদ্দিন

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment