স্মার্ট ফোন |
স্মার্টফোন
টেক বন্ধুরা কেমন আছেন । আশা করি অনেক অনেক ভাল আছেন । বর্তমান সময়ে মোবাইল বা স্মার্ট ফোন ব্যাবহার করে না এমন কাউকে খুজে পাওয়া সত্যি অসম্ভব । একবিংশ শতাব্দিতে দাড়ি চোখ বন্দ করে প্রযুক্তি কিনবেন বা সেই প্রযুক্তি ব্যাবহারে উপযোগী হবে এমন মানসিকতা বোকামি ছাড়া আর কিছুই নয় । প্রতিটি প্রযুক্তি কেনার আগে বা ব্যাবহারের আগে আপনাকে অবশ্যই জানতে হবে ঐ ধরবেন প্রযুক্তির সুবিধা ও অসুবিধা সম্পর্কে । আপনাকে আপনার চাহিদার উপর নির্ভর করে মোবাইল বা স্মার্টফোন কিনতে হবে । আজকে আপনাদের সাথে সেই বিষয় গুলো নিয়ে আলোচনা করব যা মোবাইল বা স্মার্টফোন কিনার আগে না জানলেই নয় । আসুন তাহলে শুরু করা যাক ।
১। স্মার্ট ফোনের সাইজ
– আপনি যে ফোনটি কিনবেন তা কি শুধু কল রিসিভ করার জন্য । অর্থাৎ আমরা অনেকই একের অধিক ফোন ব্যবহার করে থাকি যার মধ্যে একটি শুধু কল রিসিভ করার জন্য ব্যবহার থাকি । সেরকম হলে আপনি নরমাল ডিসপ্লের কম দামের নোকিয়া , সনি এরিকসন বা স্যামসাং কিনতে পারেন । আপনি টাকাও বাচাতে পারবেন এবং ব্যাটারির স্থায়ীত্বও পাবেন লম্বা সময় । আপনি যদি মোবাইল ফোনটি ব্যবহার করেন আপনার দৈনন্দিন বিভিন্ন কাজে বা অনলাইনের কাজে তাহলে আপনি ভাল ডিসপ্লে সম্পন্ন একটা ফোন কিনতে পারেন । আপনাকে মনে রাখতে হবে আপনার ডিসপ্লে সাইজের প্রতি কারন আপনার ডিসপ্লে যত বড় ব্যাটারি তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ।যদিও আপনার বাজেট বেশি হয়ে থাকে তাহলে ব্র্যান্ডেট কিছু ফোন আছে যা অনেক বড় স্ক্রীন নিয়েও অনেক লম্বা সময় ব্যাটারি চার্জ সঞ্চয় রাখতে পারে । অনেকেই আছে যাদের বাইরে কাজ করতে হয় । যেমন একজন প্রজেক্ট ম্যানেজার বা সাইট ইঞ্জিনিয়ার যখন মোবাইল বা স্মার্ট ফোন কিনবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডিসপ্লেটি সানলাইট সাপোর্টেড হয়।স্মার্ট ফোন |
২।ফোন ক্যামেরা
আপনার ফোনের সাথে একটি ভাল মানের ক্যামেরা থাকা একটি গুরুত্তপূর্ণ বিষয় । আপনি সব সময় DSLR নিয়ে ঘুরে বেড়াবেন তা অনেকটাই অসম্ভব । তাই আপনি ফোন কেনার আগে আপনার ফোনের ক্যামেরা মান সম্পর্কে একটু যাচাই করে দেখতে পারেন । তবে মেগা পিক্সেল দেখে ফোন কেনার জন্য লাফানোর প্রয়োজন নেই । কারন শুধু মেগা পিক্সেল দিয়ে আপনার ছবির গুণাগুণ বোঝতে পারবেন না । ক্যামেরা ফোন কেনার আগে আপনি নিশ্চয়ই জানতে চান ফোনের মেগা পিক্সেল কত কারণ আপনার মতে যত মেগা পিক্সেল বেশি তত ভাল ছবি পাওয়া যাবে । মোবাইল ফোন নির্মাতা কোম্পানি গুলো তাদের বিক্রয় বাড়ানোর জন্য এই উপায় অবলম্বন করে থাকে । মেগা পিক্সেল আপনাকে জানতে সাহায্য করবে কি পরিমাণ পিক্সেল আপনি ছবিতে পেতে পারেন । ছোট লেন্স দিয়ে যখন বেশি মেগা পিক্সেলের ছবি তোলা হয় তখন দেখা যায় নয়েজ অনেক বেশি থাকে । তাই ৩২ মেগা পিক্সেল মোবাইল ক্যামেরা দিয়ে কখনো DSLR এর মত ছবি তোলার স্বপ্ন দেখবেন না কারণ DSLR মেগা পিক্সেল ও লেন্সের মধ্যে খুব ভাল একটা সম্পর্কে রেখে বানানো হয় । কাজেই মোবাইল ফোন কেনার সময় আপনার ক্যামেরা কোয়ালিটি প্রেকটিকেলি যাচাই করে দেখুন । আর আপনি যদি সেলফি ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি দেখে নিতে পারেন । উল্লেখ্য বর্তমানে মোবাইল ফোন ফটোগ্রাফী বেশ জনপ্রিয় । তাছাড়া যেকোন অসাধারণ মুহূর্ত যখন তখন আপনার ক্যামেরা বন্দী করতে একটা ভাল মানের ফোন ক্যামেরা অত্যন্ত জরুরী ।স্মার্ট ফোন |
৩। কীপ্যাড – ফোন কেনার আগে শোরুম গুলো তে একটু ঘুরে দেখুন কোন ফোনের ্কী- প্যাড কি রকম । যেমন ব্ল্যাক বেরী স্মার্ট ফোনটি দেখতে অনেক সুন্দর লাগলেও এর কী প্যাড আপনার পছন্দ নাও হতে পারে কারণ এখানে প্রতিটি অ্যালফাবেটের জন্য আছে একটি করে বাটন । আপনি যদি চায়না টাচ স্মার্ট ফোন বা মোবাইল কিনেন তাহলে আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে এর স্ক্রীন টাচ অপশন গুলো কিভাবে কাজ করছে। যেমন কিছু চায়না টাচ স্ক্রীন ফোন আছে যা বলা যায় প্রয়োজনের চেয়ে বেশি স্পর্শ কাতর । এই ধরণের কী প্যাড আপনার জন্য বি্রক্তির কারন হতে পারে । তাই কী প্যাড চেক করে নিতে ভুলবেন না ।
স্মার্ট ফোন |
বন্ধুরা আজ এখানেই শেষ করছি । আগামী পর্বে আবারও দেখা হবে । সেই পর্যন্ত ভাল থাকবেন ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দীন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment