টেক বন্ধুরা কেমন আছেন। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব পৃথিবীর সব চেয়ে দামী DSLR ক্যামেরার সাথে। বর্তমান সময়ে DSLR ক্যামেরার গুরুত্ত দিন দিন বেড়েই চলেছে। কিছু দিন আগেও শুধুমাত্র ফটোগ্রাফাররা এই ধরনের ক্যামেরা ব্যবহার করতেন। কিন্ত বর্তমানে অনেকেই এই ক্যামেরা শখের বসেই কিনেন। অনেকেই আবার ন্যাচারাল ফটোগ্রাফীও করছে এই ক্যামেরা গুলো দিয়ে পাশাপাশি এদের ভিডিওর মানও খুব ভাল। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন কিছু DSLR ক্যামেরার সাথে যা অনেক দামী। আসুন তাহলে শুরু করা যাক
১। হেসেলব্লাডে’র H4D 200 MS ক্যামেরাটিকে পৃথিবীর সবচেয়ে দামী ক্যামেরার মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়। এটির ২০০ মেগা পিক্সেল সম্পন্ন যা দিয়ে কেপচার করতে পারবেন চোখ ধাঁধানো ছবি। ক্যামেরাটিতে একটি সেন্সর আছে যা দিয়ে যেকোন বস্তুর অবস্তান সঠিক ভাবে নির্ণয় করতে পারবেন।এটির মূল্য ৩৫ লাখ টাকা।
১। হেসেলব্লাডে’র H4D 200 MS ক্যামেরাটিকে পৃথিবীর সবচেয়ে দামী ক্যামেরার মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়। এটির ২০০ মেগা পিক্সেল সম্পন্ন যা দিয়ে কেপচার করতে পারবেন চোখ ধাঁধানো ছবি। ক্যামেরাটিতে একটি সেন্সর আছে যা দিয়ে যেকোন বস্তুর অবস্তান সঠিক ভাবে নির্ণয় করতে পারবেন।এটির মূল্য ৩৫ লাখ টাকা।
২। সেইটজের Seitz 6×17 Panoramic ক্যামেরাটি ও বেশ দামী একটি ক্যামেরা। এটি দিয়ে ১৬০ মেগা পিক্সেলের ছবি তুলা যাবে।পাশাপাশি এটি ৩০০ মেগাবাইট ডাটা রেকর্ড করতে পারে প্রতি সেকেন্ডে। এটির মূল্য ৩৩লাখ টাকার একটু বেশি।
৩। এটি হচ্ছে Phase One P65+ Back with 645DF Body । এই ক্যামেরাটি ৬৫ মেগাপিক্সেলে ছবি তুলতে পারে। সাথে আছে ৩ ইউএসবি পোর্ট। এটি এমনকি ISO 3200 তেও ১৫ পিক্সেলে ছবি কেপচার করতে পারে। এটির মূল্য ৩১ লাখ টাকা।
৪। এটি হচ্ছে Panoscan MK-3 ডিজিটাল ৩৬০ ডিগ্রি পেনুরেমিক ক্যামেরা। মাত্র ৮ সেকেন্ডের মধ্যে এই ক্যামেরাটি ৩৬০ ডিগ্রি ছবি তুলতে সক্ষম। এই ক্যামেরাটি সামরিক বাহিনীর টেকটিকেল ম্যাপিং বা পুলিশ বিভাগের ফরেনসিক কাজে ব্যবহার করা হয়। এটির মূল্য ৩১ লাখ টাকার একটু বেশি।
৫। এটি হচ্ছে Leica S2-P ক্যামেরা। যারা প্রফেশনাল ফটোগ্রাফি করেন তাদের মধ্যে এই ক্যামেরাটি প্রিয়। বিশেষ করে আউটডোর ফটোগ্রাফির ক্ষেত্রে এই ক্যামেরাটি খুব ভাল কাজ করে। এটি দিয়ে ৩৭.৫ মেগাপিক্সেলে ছবি তুলতে পারবেন সাথে পাচ্ছেন অত্যধিক ক্ষমতা সম্পন্ন ব্যাটারি যা লম্বা সময় ব্যবহারের উপযোগী। এটির মূল্য ২৩ লাখ টাকা।
বন্ধুরা দেখলেন ত ক্যামেরা গুলো কত দামী। আজ তাহলে এই পর্যন্ত । সবার সুস্থতা কামনায় এখানেই শেষ করছি।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না করতে হলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
কপি করবেন না করতে হলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
0 comments:
Post a Comment