১। নিচের বিজ্ঞাপনটি দেখলে আশা করি চিনতে পারবেন। এই ধরণের বিজ্ঞাপন বিভিন্ন ওয়েবপেজে দেখা যায়।এই ধরণের বিজ্ঞাপন তৈরি করতে চাইলে এখানে ক্লিক করুন। এই সাইটের আরও একটি সুবিধা হচ্ছে এখানে বাংলা লেখা যায়। একটি বিষয় উল্লেখ্য যে কিভাবে আপনি এই অ্যাড বা বিজ্ঞাপন গুলো বানাবেন তা দেখানো হয়নি, কারণ এদের ওয়েবসাইটে গিয়ে খুব সহজে নিজেই যেকোন ডিজাইন বানাতে পারবেন।
২। আসুন দেখে নেই নিচের বিজ্ঞাপনটি । ওয়েবপেজে যেতে এখানে ক্লিক করুন। এদের ওয়েবসাইটে শত শত ডিজাইন আছে। আপনার ইচ্ছা মত ডিজাইন বেছে নিয়ে তৈরি করুন আকর্ষণীয় অ্যাড।
৩। এবার আসুন নিচের ডিজাইনটি দেখে নিই।এই ধরণের ডিজাইন পেতে এখানে ক্লিক করুন ।
৪। আপনি যদি চান তাহলে নিচের ডিজাইনের মত এনিমেটেড অ্যাড বানাতে পারেন। ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন ।তবে একটা বিষয় মনে রাখতে হবে এদের ওয়েবসাইট থেকে অ্যাড বানালে দুটি অপশনে অ্যাড গুলো আপনার কম্পিউটারে সেভ করতে পারবেন। আপনি Personal Use অপশনটি সিলেক্ট করে সেভ করবেন।
৭। সবার শেষ আপনাদের সাথে শেয়ার করব একটি জি.আই.এফ (GIF) এনিমেশন বানানোর ওয়েবসাইট। নিচের ব্যানারটি এই ওয়েবসাইট থেকে তৈরি করা হয়েছে। ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন। ব্যানার তৈরিতে জি.আই.এফ (GIF) এনিমেশন ব্যাপক ভাবে ব্যবহ্নত হয়।
আজ তাহলে এখানেই শেষ করছি। নতুন কোন বিষয় নিয়ে আবারও দেখা হবে । সবাই ভাল থাকবেন।
লেখাটি লিখেছেন মইন উদ্দিন।
লেখাটি কপি করবেন না করতে হবে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
0 comments:
Post a Comment