ফটো এডিটিংঃ
কেমন আছেন । ইদানিং ছবি তোলা আর এডিটিং’র কদর দিন দিন বাড়ছে । আপনি যেই ছবি তুলবেন তা যদি এডিট করা সম্ভব হয়, তাহলে ছবি দেখতে অনেক সুন্দর দেখায় । ছবি এডিটিং’র জন্য অনেকেই ফটোশপ ব্যবহার করে থাকেন ।কিন্ত ফটোশপ অনেকের কাছেই একটু কঠিন মনে হয়। আপনাদের জন্য নিয়ে আসলাম যা দিয়ে আপনি সহজে এডিটিং করতে পারবেন । আর একটি বিষয় লক্ষণীয় যে, এটি একটি ফ্রী সফটওয়্যার তাই সিরিয়াল বা ক্র্যাক করার ঝামেলা নাই । তাহলে চলুন শুরু করা যাক ।
ফটো এডিটিং সফটওয়্যার ডাউনলোডঃ
সফটওয়্যারটার নাম INKSCAPE। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । ডাউনলোড শেষ হলে ইন্সটল করে রান করুন । নিচের স্ক্রীনশর্ট থেকে দেখে নিন, এই সফটওয়্যার দিয়ে কি কি করা যায় ।
টেক্সটকে দিতে পারবেন মনের মত ছোঁয়া ।
![]() |
ছবি এডিটিং |
চাইলে, আকঁতে পারবেন ইচ্ছে মত ।
![]() |
ছবি এডিটিং |
বানাতে পারবেন বিভিন্ন ধরণের লোগো ।
![]() |
ড্রয়িং |
রঙয়ের পরিবর্তন ও পরিমার্জন (Color Combination) করতে চান , সেটাও পারবেন এই ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে ।
![]() |
ইমেজ এডিটিং |
আপনি চাইলে ভিডিও দেখে বা টিউটোরিয়াল পড়ে শিখতে পারেন । ইউটিউব – এ আপনি প্রচুর ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন । তাছাড়া INKSCAPE ‘র সাইট ভিজিট করলে প্রচুর ভিডিও টিউটুরিয়াল পেয়ে যাবেন । INKSCAPE ‘র সাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন
সবার সুস্থতা কামনায় ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দীন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment