VLC স্ক্রীনশর্ট
প্রযুক্তি বন্ধুরা, আশা করি ভাল আছেন । আজ আপনাদের সাথে আলোচনা করব স্ক্রীনশর্ট – এর ব্যবহার নিয়ে। আমরা স্ক্রীনশর্ট নেয়ার জন্য অনেক ধরণের সফটওয়্যার ব্যবহার করে থাকি । স্ক্রীনশর্টের এই সফটওয়্যার গুলোর মূল্য ২০ থেকে ৫০ ডলারের মধ্যে । আবার ডাউনলোড করলেই যে ইন্সটল করতে পারবেন, তা কিন্ত নয়। ঐ সফটওয়্যার গুলো রান করার জন্য আপনাকে নেটফ্রেম ওয়ার্ক ইন্সটল করতে হবে। তাহলে বুঝতে পারছেন কত ঝামেলা । আপনাদের সবার পরিচিত VLC Player ( ভি.এল.সি প্লেয়ার) ব্যবহার করুন, স্ক্রীনশর্টের জন্য । VLC প্লেয়ার ব্যবহার করেন না, এমন কাউকে খুঁজে বের করা সত্যি অসম্ভব । তারপরও কারো কাছে না থাকলে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
যেভাবে স্ক্রীনশর্ট নিবেনঃ
এটি চালানোর জন্য আপনার কোন ধরণের নেট ফ্রেম ওয়ার্ক লাগবে না । ডাউনলোড করে ইন্সটল করুন এবং VLC প্লেয়ারটি ওপেন করুন।আবার Media থেকে Open Capture Device এ ক্লিক করুন । নিচের স্ক্রীনশর্ট লক্ষ্য করুন ।![]() |
স্ক্রীনশর্ট |
এরপর নিচের মত একটি ইন্টারফেস আসবে । স্ক্রীনশর্ট দেখে দেখে অপশন গুলো বাছাই করে নিন । তবে মনে রাখবেন Desired Frame এ ফ্রেম রেট অবশ্যই ২৫-৩০ সিলেক্ট করে দিবেন । সবার শেষে কনভার্টে বা রূপান্তরে ক্লিক করুন ।
![]() |
স্ক্রীনশর্ট |
করা হয়ে গেলে নিচের মত একটা স্ক্রীন আসবে ।এখনে ব্রাউজ অপশন থেকে কোন ফাইলে সেভ করবেন তা সেট করে দিন । পাশাপাশি প্রোফাইল অপশন ব্যবহার করে আপনি কোন ফরম্যাটে আপনার ভিডিও ফাইলটি সেভ করতে চান তা সিলেক্ট করে দিন ।
![]() |
স্ক্রীনশর্ট |
তারপর স্টার্ট (শুরু করুন) বাটন এ প্রেস করে শুরু করে দিন আপনার রেকর্ড ।
যেতে যেতে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে । আচ্ছা প্রযুক্তি কি আপনাকে ব্যবহার করে, নাকি আপনি প্রযুক্তিকে ব্যাবহার করেন । যদি আপনি প্রযুক্তিকে ব্যবহার করে উপকৃত হন, তাহলে ধরে নিতে পারেন আপনি অনেক কিছু শিখতে ও জানতে বা জানাতে পারবেন । আর প্রযুক্তি যদি আপনাকে ব্যবহার করে বসে, তাহলে তার পরিণাম হতে পারে ভয়াবহ । যখন ঘণ্টার পর ঘণ্টা সিরিয়াল দেখেন আর সীমাহীন ফেসবুক, ওয়াটসাপ, ভাইবার জাতীয় সামাজিক মাধ্যমের মাঝে ডুবে থাকেন, বুঝতে হবে প্রযুক্তি আপনাকে ব্যবহার করে আয় করে নিচ্ছে লাখ লাখ ডলার ও টাকা, আর আপনার জন্য রেখে যাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যৎ । তাহলে, এখনি সময় ভেবে দেখার ।
সবার সুস্থতা কামনায় । আল্লাহ্ হাফেজ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment