স্কোর বোর্র টেক বন্ধুগণ কেমন আছেন । আজ আপনাদের জন্য নিয়ে আসলাম, একটি ব্যাতিক্রমধর্মী সফটওয়্যার । আপনারা যখন কোন ক্রিকেট ম্যাচ দেখেন বা আপনার নিজেদের পাড়া, মহল্লায় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যখন ক্রিকেট খেলার আয়োজন করেন, তখন আপনারা হয়ত বা লক্ষ্য করেছেন কে কয়টি বল করা হয়েছে , কয়টি ৬ বা ৪ হল , কতজন আউট হল , কত ওভার খেলা হল, সব কিছু স্কোর বোর্ডে দেখা যায় । সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা গেলেও ক্রিকেটে আধুনিক প্রযুক্তির ব্যবহারে ব্যক্তিগত ক্ষেত্রে তেমন পরিবর্তন আসেনি । অর্থাৎ দেশের বিভিন্ন যায়গায় অলি-গলিতে ছোট বড় অনেক ক্রিকেট টুর্নামেন্ট হয়, যেখানে চাইলে প্রযুক্তির ছোঁয়া দেয়া যেতে পারে । সেই বিষয়টি মাথাই রেখে আজ নিয়ে আসলাম, এমন একটি সফটওয়্যার যেটি দিয়ে আপনি নিজের কম্পিউটার বা ল্যাপটপে স্কোর বোর্ড বানাতে এবং নিয়ন্ত্রণ করতে পারবেন । এটি নিঃসন্দেহে আপনার কাজকে অনেক সুন্দর , পরিশীলিত ও পরিমার্জিত করবে । তাহলে চলুন শুরু করা । |
সফটওয়্যারটা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । এটি একটি ফ্রী সফটওয়্যার তাই কেনার ঝামেলা নেই । এটির আকার মাত্র ২৬ এম.বি । ঝটপট ডাউনলোড করে ইন্সটল করুন । সফটওয়্যারটা ওপেন করতে নেটফ্রেম নেটওয়ার্ক লাগবে । না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
নিচের স্ক্রিন শর্টে দেখুন এটি দিয়ে আপনি কি কি করতে পারবেন ।
স্কোর বোর্ড |
স্কোর বোর্ড |
স্কোর বোর্ড |
স্কোর বোর্ড |
অনেকের কাছে সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল ঝমেলা মনে হতে পারে তাই তাদের জন্য আছে আরও সহজ সমাধান । আপনাদের জন্য খুব সহজে তৈরি করা এক্সেল শিট দেওয়া হয়েছে । নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন ।
ডাউনলোডের পর এক্সেল শিট ওপেন করলে নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন । দেখুন খুব সুন্দর আর পরিচ্ছন্নভাবে সব রেকর্ড রাখতে পারবেন ।
স্কোর বোর্ড |
বন্ধুগণ আশা করি, আপনাদের কাজে আসবে । সবার সুস্থতা ও শুভ কামনায় । আল্লাহ্ হাফেজ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment