বিদায় করুন ম্যালওয়্যার
প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এর ঝুঁকিগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে । যেমন ধরুন ভাইরাস । ভাইরাস মুক্ত করার জন্য আছে অনেক ধরণের এন্টি ভাইরাস আছে । কিন্ত ভাইরাস ছাড়াও, ভাইরাসের মত কয়েক ধরণের আরও কিছু ক্ষতিকর উপাদান আছে, যা আপনার কম্পিউটারের সব তথ্য মুছে যেতে বা পৌঁছে দিতে পারে অন্য কোন হ্যাকারের কাছে । বিশেষ করে যারা আউটসোর্সিং ও অনলাইনে কাজ করেন, তাদের কম্পিউটারের রাখা সব তথ্য মুছে ফেলতে বা পাঠিয়ে দেয়ার ক্ষমতা রাখে এমন ম্যালওয়্যারও আছে । তাই যারা অনলাইনে কাজ করেন, তাদের ডাটাবেস ও তথ্য নিরাপদ থাকা অত্যন্ত জরুরী । সেই কথা বিবেচনা রেখে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার । এটি আপনাকে দিবে নিশ্চিন্ত অনলাইন পথচলা ।
সফটওয়্যারটির নাম ম্যালওয়্যার বাইটস । সফটওয়্যারটা ডাউনলোড করতে চলে যান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে । অথবা ক্লিক করুন নিচের লিংক ।
এখানে থেকে For Home সিলেক্ট করে ডাউনলোড করে ইন্সটল করুন ।
আপনার কাজ শেষ । এখন থেকে আপনার কম্পিউটারের সব ধরণের ম্যালওয়্যার থেকে মুক্ত রাখবে এই সফটওয়্যার । চালিয়ে যান আপনার অনলাইনের সীমাহীন পথ চলা । সবার সুস্থতা কামনায় ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দীন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment