3D এনিমেশন সফটওয়্যারঃ
আসসালামুয়ালাইকুম , কেমন আছেন ? আশা করি অনেক অনেক ভালো আছেন । আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটি 3d এনিমেশন সফটওয়্যার যা হইত বা আপনি খুঁজছেন অনেক দিন ধরে। এই সফটওয়্যার এর প্রধান বৈশিষ্ট হল এটি একটি ফ্রী 3D এনিমেশন সফটওয়্যার। আপনি হইত বা ভাবছেন ফ্রী সফটওয়্যার মানেই হচ্ছে শুধু কিছু লিমিটেড কাজ করা যাই । না আপনার ধারনা সম্পূর্ণ ভুল ।এটি একটি অসাধরন সফটওয়্যার । আপনি আপনার ইচ্ছে মত 3D’ র মোটামুটি সবধরণের কাজ এটি দিয়ে সমাধান করতে পারেন।
কথা আর না বাড়িয়ে চলুন সফটওয়্যার টার সাথে পরিচয় হওয়া যাক । সফটওয়্যার টার নাম Blender । এটি 3D এনিমেশন সফটওয়্যার হওয়ার সত্ত্বেও এটির কাজ তুলনামূলক ভাবে অনেক সহজ।
3D এনিমেশন সফটওয়্যার ডাউনলোড
সম্প্রতি সফটওয়্যার টার 2015 ভার্সন এসেছে ।সফটওয়্যারটা ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন ।
ডাউনলোড শেষ হয়ে গেলে এবার রান করুন আপনার পি.সি তে ।। দেখা যাক এই সফটওয়্যার দিয়ে আপনি কি কি করতে পারবেন ।
আর আপনি যদি চান অ্যানিমেটেড ফ্ল্যাগ বানাতে, তাও সম্ভব এই 3D সফটওয়্যার দিয়ে।
আর ফিগার মেকিং, সেটাও বাদ যাবে কেন ।
এখন প্রশ্ন হল আপনি কিভাবে শিখবেন । অনলাইনে আপনি ৩ ধরনের সোর্স পাবেন যার সাহায্যে আপনি খুব সহজে এই 3D মডেলিং এন্ড 3D এনিমেশন গুলো শিখতে পারেন ।
প্রথমত আপনি blender Tutorial সার্চ দিলে গুগলে আনেক tutorial আছে যে গুলো ফলো করে আপনি শিখতে পারেন। Blender এর উপর প্রচুর PDF ফাইল আছে যা আপনি গুগলে পেয়ে যাবেন। PDF সার্চ ইঞ্জিনের সাহায্য নিতে পারেন । আর আপনার জন্য Youtube তো আছেই । উল্লেখ্য Youtube এর টিউটরিয়াল গুলো previous ভার্সন দিয়ে করা হলেও তেমন কোন পার্থক্য নেই। মনোযোগ দিয়ে দেখুন বোঝতে পারবেন।
আর ২০১৫ ভার্সন যদি কোন সমস্যা হয়, তাহলে previous ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
3D এনিমেশন নিয়ে কিছু কথা
যে বিষয়টা মনে রাখা দরকারঃ অধিকাংশ সফটওয়্যারই আপনি চাইলে ক্লিক করে করে শিখতে পারেন । কিন্তু 3D মডেলিং , ফিগার মেকিং বা এনিমেশন ইত্যাদি কাজ করার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন ।এখানের ইফেক্ট গুলো কাজ করে বেশ কয়েকটা অপশনের সাহায্যে । আপনি যদি এলো মেলো ক্লিক করে হতাশ হয়ে যান, পুরোটার দায়িত্ব আপনার । প্রথমে আপনি একটা টার্গেট সেট করুন । যেমন, ১ মাস সময় নিয়ে যদি কাজ শুরু করেন আশা করি আপনি সফল হবেন। আর মনে রাখাবেন একটি 3D’ র মত একটি কাজ শেখা মানে হচ্ছে, আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনার একটি ধারা উন্মোচিত করা ।
আর শেষ কথা হল সব সময় শিখবেন আপনার চিত্তের আনন্দের জন্য । দেখবেন অনেক কিছু শিখা হয়ে গেছে ।
nice,i need help😞.kibabe sohoje taka income korbo bhai?
ReplyDelete