অসাধারণ একটি Add-on
আসসালামুয়ালিকুম । আশা করি অনেক অনেক ভাল আছেন। আপনি হয়ইত দিনের অধিকাংশ সময়ই বাসার বাইরে থাকেন । আপনার পক্ষে জানা সম্ভব না আপনার ছেলে মেয়েরা ইন্টারনেটে বসে ঘণ্টার পর ঘণ্টার কি করছে । এ রকম কোন সফটওয়্যার থাকলে কেমন হয় যা আপনার ছেলে মেয়েকে অসামাজিক কাজ থেকে রক্ষা করবে। তবে সফটওয়্যার হলে একটা সমস্যা তা হল এটি যে কোন সময়ই আনইন্সটল করা যাই ।
তাই আজকে আপনাদের সাথে কোন সফটওয়্যার শেয়ার করব না । আপনার জন্য নিয়ে আসলাম একটি Add-on যা Chrome ইউজাররা ব্যাবহার করতে পারবেন।
এখন আপনি মনে মনে ভাবছেন আপনার ছেলে মেয়েরা যে উপাইয়ে Anti-Porn সফটওয়্যার আনইন্সটল করে ঠিক একই উপাইয়ে Add-on টিও আনইন্সটল করে দেবে। না !!! সেটা এখন আর সম্ভব না ।
Add-on ডাউনলোড
Add-on টার নাম হচ্ছে iNetClean । Add-on টির জন্য ক্লিক করুন এখানে।ক্লিক করার পর নিচের মত ইন্টারফেস আসবে ।এখান থেকে Add to Chrome এ ক্লিক করুন । কিছুক্ষণ সময়ই নেয়ার পর Add-on আপনার Chrome Browser এর সাথে ইন্সটল হয়ে যাবে।
এরপর আপনি নিচের মত ইন্টারফেস দেখবেন । এখানে আপনার ইমেইল দিন । পাসওয়ার্ড বক্স এ আপনার ইচ্ছা মত পাসওয়ার্ড দিন আর select your country option এ Bangladesh দিন ।একটু নিচের দিকে থাকালে দেখবেন এরকম একটা সতর্ক বার্তা (your kids are smart, get un-installation alerts through watchdog) । এখান থেকে install watchdog এ ক্লিক করুন। এরপর submit বাটন এ ক্লিক করুন ।
ইন্সটল শেষ হয়ে গেলে লক্ষ করুন আপনার browser এর ডান পাশে উপরে ফুলের মত একটা নতুন আইকন দেখবেন।
Add-on টি নিয়ে কিছু কথা ঃ
উল্লেখ্য এই Add-on টি যারা ফ্রীতে ব্যাবহার করেন তাদের জন্য Limited Feature এর হলেও এটি অসাধরন কাজ করে । তাই এটি কিনার চিন্তা না করলেও চলবে।
আজ আর নয় । সব সময় নিজেকে ভালো রাখুন এবং অন্যকে ও ভাল রাখার চেষ্টা করুন । আর আপনার মত অনেক গুলো ভাল মানুষ যদি এক সাথে হয়ই তাহলে একটি মননশীল সমাজ বাস্তবায়ন করা সম্ভব। আল্লাহ হাফেজ।
সবাইকে অনেক ধন্যবাদ ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করে করবেন। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করে করবেন। ধন্যবাদ।
Stilletto Titanium Hammer Glove Glass - Titanium Arts
ReplyDeleteThis item is not intended ceramic or titanium flat iron to be used for ceramic vs titanium personal or commercial purposes. Titanium 2017 ford fusion energi titanium Blades: 3 fl Oz. Material: 1/4 oz. titanium mens wedding band $11.29. SKU: 40454095. Material: หารายได้เสริม White, ivory, gold, €11.29 · In stock