হিন্দি সিরিয়াল বাদ ! শুরু করুন এক সৃষ্টিশীল পথচলা ( কাগজের ফুল) ।

বিভিন্ন ধরণের কাগজের ফুল

কাগজের ফুল ডিজাইনঃ 

কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন । শিরোনাম দেখে বুঝতে পারছেন আজ আপনাদের সাথে নতুন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি । আমাদের দেশের অধিকাংশ মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় যে তারা কেন হিন্দি সিরিয়াল দেখেন তাহলে সম্ভবত একটা উত্তর পাওয়া যাবে তা হল তারা বলবে যে সময় কাটানোর জন্য সিরিয়াল দেখেন ।
ধরা যাক ১০০ পর্বের একটা সিরিয়াল দেখতে যদি প্রতিদিন ৩০ মিনিট করে ব্যয় করেন তাহলে ১০০ টি পর্ব দেখতে সময় লাগবে ৫০ ঘণ্টা লাগবে । কিন্ত যারা দেখেন তারা কি একটি করে দেখেন । না কখনই না । তাই আর বেশি কথা বলে লাভ নেই ।
কাগজের নিনজা ডিজাইন

আমাকে আপনার জীবন টি শুধু ৫০ ঘণ্টা দিন । আশা রাখি আপনার জীবন পাল্টে যাবে । চলুন শুরু করা যাক ।
আপনারা কাগজ দিয়ে হয়ত বা কয়েকটা জিনিস বানাতে জানেন । কিন্ত আপনি কি জানেন ওয়েব এ এক মহা জগত আছে এই কাগজ শিল্প নিয়ে। আজকে আপনাদের সাথে কোন ধরনের সফটওয়্যার শেয়ার করার ইচ্ছা নাই আর আপনারা আশাও করবেন না । কারন এটি কোন ভার্চুয়াল বিষয়ই নয় । এটি আপনি দেখবেন আর হাতে বানাবেন।
ইউটিউব এ সার্চ দিন নিচের কী ওয়ার্ড গুলো ব্যাবহার করে ।
১। Origami flower
2. Colorful origami
3.Easy origami
4.Origami lace
5.Origami Article
6.Origami Craft
7.Origami Ninja
7.Origami Animal
8.Origami Tutorial
9.Origami allosaurus
10. Origami Ornament

কাগজের ফুল বানানো শিখবেন যেভাবেঃ 

এবার দেখুন কিভাবে হাজার হাজার কাগজের ফুলের ডিজাইন বের করা সম্ভব । ইউটিউব এ গিয়ে প্রথমে লিখুন Origami এবার Origami শব্দটার পাশে শুধু A দিন দেখবেন অনেক রেজাল্ট দেখাচ্ছে । সব গুলো রেজাল্ট দেখা শেষ হয়ে গেলে আবার Origami লিখে তারপর B দিন দেখবেন ইউটিউব অনেক গুলো রেজাল্ট দেখাচ্ছে । এভাবে origami শব্দটার পাশে (A-B) পর্যন্ত দিয়ে দেখুন । আশা করি, হাজার হাজার ডিজাইন পেয়ে যাবেন । দেখুন নিচের ছবির মত …
যে ভাবে শিখবেন

ইউটিউব যেহেতু মহাসাগর , আপনি যে কোন সময় ডিজাইন দেখতে দেখতে হারিয়ে যেতে পারেন, তাই ইউটিউব এ কোর্স ভিত্তিক কিছু ভিডিও আছে নিচের লিংক গুলো ফলো করুন ।

কাগজের ফুল ডিজাইনের কিছু গুরুপূর্ণ লিংক 

  1. লিংক ১
  2. লিঙ্ক২
  3. লিংক ৩
  4. লিংক ৪
  5. লিংক ৫
এছাড়াও আপনি PDF ফাইল ডাউনলোড করে শিখতে পারেন । গুগলে সার্চ দিলে আপনি হাজার হাজের ফাইল পেয়ে যাবেন ।
দেখুন কিচ্ছু আকর্ষণীয় Origami ডিজাইন ।
কাগজের ফুলের ডিজাইন




কাগজের ফুলের সাঁজ

কাগজের ফুলের ডিজাইন

কাগজের ফুল

কাগজের ফুল







এখন আপনি প্রশ্ন করতে পারেন যে, আপনি ফেসবুক ব্যবহার করার জন্য নেট কিনেন । ইউটিউব ব্যবহার করার জন্য আপনার নেট নেই । এই প্রশ্নটি যদি আপনার থেকে থাকে তাহলে বলে রাখি আপনি ফাঁকিবাজদের দলে। ওই দলে আর বেশি দিন সময় না দিয়ে একটু ক্রিয়েটিভ কিচ্ছু করার চেষ্টা করুন, তার জন্য যদি আপনি টাকা খরচ করেন তাহলে তা কখনো বিফলে যাবে না ।
লক্ষ্য করুন   ১০০ টি পর্ব সিরিয়াল দেখার আগের আপনি আর পরের আপনার মধ্যে তেমন কোন পার্থক্য নেই। কিন্ত আপনি যদি ১০০ টি Origami ডিজাইন শিখতে পারেন তাহলে ডিজাইন শিখার আগের আপনি আর পরের আপনার মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করবেন।
আজ আর নয়। আবারও দেখা হবে নতুন কোন বিষয়  নিয়ে । সব সময় ভাল থাকবেন এবং আপনার পাশের মানুষটিকেও ভাল রাখার চেষ্টা করবেন । এই লেখাটি স্বার্থক  আপনাকে অনুপ্রানিত করে থাকে। আর কাগজের ফুল বানিয়ে আবশ্যই আপনার কাছের মানুষকে গিফট করতে ভুলবেন না । আর যদি দক্ষ হয়ে যান তাহলে নিজেই একটি প্রশিক্ষণ কেন্দ্র  খুলে দিতে পারেন ।

মইন উদ্দিন


পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করে করবেন । ধন্যবাদ। 



Share on Google Plus

About মইন উদ্দিন

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment