ইংরেজি বানান শিখার অ্যাপস
আসসালামুয়ালাকুম , কেমন আছেন সবাই। আশা করি অনেক অনেক ভালো আছেন । আজ আপনাদের জন্য আনলাম ইংরেজি বানান শিখার কিছু অসাধরন অ্যাপস । সুপ্রিয় পাঠক আমি নিজেও এই সমস্যার ভুক্তভুগী । তাই এই অ্যাপস গুলো নিয়ে আমার বেশ আগ্রহ আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি অ্যাপস গুলো আপনি প্রতিদিন অনুশীলন করলে খুব ভাল ফল পাবেন । চলুন শুরু করা যাক ।
প্রথম যে অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করব তার নাম Spell Champs।
ইংরেজি বানানের অ্যাপস ডাউনলোড
১। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
২। এটির নাম হল Spelling Bee Genius।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
৩। এটির নাম হল Spelling Bee
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
৪। এটির নাম হল My Spelling Test।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
৫। এটির নাম হল Golden Bee Spelling Free ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনার হাতে অ্যানড্রয়েড ফোন থাকা মানেই গেমের এক মহাযজ্ঞ হাতে থাকা । আপনি চাইলে আপনার ফোনকে সৃষ্টিশীল কাজে ব্যবহার করতে পারেন । এখানে যে spelling অ্যাপস গুলো শেয়ার করা হয়েছে তাও এক ধরনের গেম । তাই আশা রাখি এই অ্যাপস গুলো আপনার খুব কাজে লাগবে ।
প্রতিবার আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি । এবারও যেতে যেতে কিছু কথা বলি । আপনি নিশ্চয় জানেন ইদানিং spelling এর উপর অনেক গুলো প্রতিযোগিতা হয় । তার মধ্যে সবচেয়ে বৃহৎ প্রতিযোগিতাটি হল Champs21। এই প্রতিযোগিতায় প্রথম তিন জনকে আমেরিকায় ভ্রমণের সুযোগ দেওয়া হয়।
আপনি চাইলে আপনার ছোট ভাই বোনদেরকে এই অ্যাপস গুলোর সাথে পরিচয়ই করিয়ে দিতে পারেন ।
আশা করা যায়, ইংরেজি বানানের ভুল দুর হবে চিরদিনের জন্য ।
আজ, তাহলে এখানেই শেষ করি । আবারও দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে । সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। ধন্যবাদ।
0 comments:
Post a Comment