PDF সফটওয়্যারঃ
আসসালামুয়ালাইকুম, আজ আপনাদের জন্য আনলাম, সব PDFএর রাজা Nitro PRO। আমরা PDF এর জন্য কতই না সফটওয়্যার ব্যাবহার করে থাকি । PDF পড়ার জন্য একটা , কোন কিছুকে PDF এ কনভার্ট করার জন্য একটা আরও কত কি । কিন্তু এই সফটওয়্যার যদি আপনার থাকে, তাহলে আর কোন চিন্তা না করলেও চলবে ।এই PDF সফটওয়্যার দিয়ে যা যা করা যায়ঃ
১। যেকোন PDF পড়তে আর টেক্সট এডিট করতে পারবেন ।
২। PDF থেকে মাইক্রোসফট অফিস এ কনভার্ট করতে পারবেন ।
৩। PDF থেকে মাইক্রোসফট এক্সেল এ কনভার্ট করতে পারবেন।
৪। PDF থেকে প্লেইন টেক্সট এ কনভার্ট করতে পারবেন।
৫। PDF থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এ কনভার্ট করতে পারবেন।
৬। PDF কে ইমেজ আকারে কনভার্ট করতে পারবেন।
৭। ইম্পোর্ট করতে পারবেন কম্বাইন ফাইল থেকে , স্ক্যানার থেকেও ইম্পোর্ট করতে পারবেন।
৮। টেক্সট সংক্রান্ত যেকোন এডিটিং করার স্বাধীনতা পাবেন ।
৯। ইন্সটল করার সাথে সাথে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এ Nitro এর একটি বাটন পেয়ে যাবেন । যেটি ব্যবহার করে আপনি সরাসরি আপনার ডকুমেন্ট PDF কনভার্ট করতে পারবেন ।
১০। Nitro ক্লাউড ব্যবহার করে আপনি আপনার ফাইল গুলোকে শেয়ার করতে পারেন।
২। PDF থেকে মাইক্রোসফট অফিস এ কনভার্ট করতে পারবেন ।
৩। PDF থেকে মাইক্রোসফট এক্সেল এ কনভার্ট করতে পারবেন।
৪। PDF থেকে প্লেইন টেক্সট এ কনভার্ট করতে পারবেন।
৫। PDF থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এ কনভার্ট করতে পারবেন।
৬। PDF কে ইমেজ আকারে কনভার্ট করতে পারবেন।
৭। ইম্পোর্ট করতে পারবেন কম্বাইন ফাইল থেকে , স্ক্যানার থেকেও ইম্পোর্ট করতে পারবেন।
৮। টেক্সট সংক্রান্ত যেকোন এডিটিং করার স্বাধীনতা পাবেন ।
৯। ইন্সটল করার সাথে সাথে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এ Nitro এর একটি বাটন পেয়ে যাবেন । যেটি ব্যবহার করে আপনি সরাসরি আপনার ডকুমেন্ট PDF কনভার্ট করতে পারবেন ।
১০। Nitro ক্লাউড ব্যবহার করে আপনি আপনার ফাইল গুলোকে শেয়ার করতে পারেন।
PDF সফটওয়্যার ডাউনলোডঃ
এছাড়াও আরও অনেক সুবিধা পাবেন যা আপনি তাদের ওয়েবসাইট এ পেয়ে যাবেন ।ডাউনলোড করতে ক্লিক করুন এখানে ।
যেতে যেতে প্রতিবারের মত কিছু কথা বলি । আপনি কি জানেন, যে আপনি এমন কিছু পারেন যা অন্যরা পারেনা । কখনো কি চেষ্টা করেছেন আপনার দক্ষতাকে অন্যের সাথে শেয়ার করতে বা শেখাতে । আপনি যখন অন্যকে শেখাবেন, দেখবেন আপনার জ্ঞান পরিপূর্ণ হবে । তাই কার্পণ্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে চলুন সবাই মিলে গড়ে তুলি, বাংলার বিশ্বকোষ ।
আজ আর নয় ।আবারও দেখা হবে অন্যকোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। ধন্যবাদ।
0 comments:
Post a Comment