আশা করি, সবাই অনেক ভাল আছেন। গেম ভালবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই অসম্ভব। বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি গেম খেলে। বর্তমানে শহরগুলোতে খেলার মাঠের সুযোগ-সুবিধার অভাবে, অভিভাবকরা তাদের সন্তানদের গেম খেলতে দেয়া ছাড়া আর কোনো বিকল্প খুঁজে পান না, কিন্ত আমরা কি জানি (??) সব ধরণের গেম খেলা ভাল না। কিছু কিছু গেম আছে, যা শিশুরা খেললে তাদের মানসিক বিকাশ বাঁধাগ্রস্থ হতে পারে, বা মানসিক বিকাশ ভারসাম্য নিদ্দির্ষ্ট বয়সের আগেই পরিবর্তন আসতে পারে। অধিকাংশ সময় শিশুরা না জেনে এ সব গেম খেলে। তাই বাবা মা’র ও অভিভাবকদের উচিত সন্তান কোন ধরণের গেম খেলছে বা কোন ধরণের গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তা খেয়াল রাখা। আসুন তাহলে জেনে নিই, কোন ধরণের গেম বাচ্চাদের খেলতে সাবধানতা ও সতর্কতা থাকতে হবে।
১। কিছু গেম আছে যা অত্যধিক পরিমাণে ভয়ানক শব্দ ব্যবহার করে। সাধারণত গেম গুলো প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি , কিন্ত বাচ্চারা না বুঝে এই গেম গুলো খেললে বাস্তব জীবন সম্পর্কে তাদের খারাপ ধারণা সৃষ্টি হতে পারে।
২। এমন অসংখ্য গেম আছে যেখানে প্লেয়ার নিজে ভারী ভারী বন্ধুক চালনা করতে পারে। গেমগুলোতে শত্রুকে হত্যা করার মাধ্যমে গেমের হিরো জয়লাভ করলেও এই গেম গুলো বাচ্চাদের মানুষ হত্যার বিষয়টি তাদের মস্তিষ্কে স্থায়ীভাবে জায়গা করে নিতে পারে। যেকোন ধরণের রক্তপাত ও হত্যা সংক্রান্ত গেমগুলো থেকে বাচ্চাদের দূরে রাখা উচিত, কিন্ত এই গেম গুলোতে হরহামেশাই প্রচুর পরিমাণে রক্তপাত দেখানো হয়। গেম গুলো বাচ্চারা দীর্ঘ সময় ধরে খেললে তারা খুব একরোখা বা আগ্রাসী ও জেদী স্বভাবে্র হয়ে যেতে পারে।
৪। অনেক সময় দেখা যায় শত্রুর মাথায় কুড়াল ছুড়ে মারা, রক্তপাত হওয়া এবং মৃত্যু ঘটানো বিষয় গুলো বাচ্চাদের মানসিক বিকাশ ও চিন্তা চেতনাতে বৈ্রী প্রভাব ফেলতে পারে।
৩। ইদানীং বেশকিছু গেম পাওয়া যাচ্ছে যার সব গুলো ধাপ পার হতে প্রায় ১-৩ দিন বার তার চেয়ে সময় বেশি লাগতে পারে। এই ধরণের গেম গুলো খেলা থেকে আপনার বাচ্চাদেরকে বিরত রাখুন।
ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যায়, কোন কোন বয়সের জন্য কি ধরণের গঠনমূলক ও মস্তিষ্ক বিকাশ বান্ধব গেমস শিশুদের আকৃষ্ট করতে পারে, যখন থেকে শিশু বুঝতে ও খেলতে শিখবে, তখন থেকেই লক্ষ্য রাখলে, সহজে বুঝতে পারবেন, যেমন উদাহরণ হিসেবে বলা যায়, এইসব গেমগুলো ঃ
12 Toddler Playtime Activities Using Common Household Items
Top 10 Rainy Day Activities
Indoor Obstacle Course Picture a Story
Fun with Tape Starch Painting
Winter Craft Activities for Kids
Indoor Treasure Hunt Game
12 Simple Traditions for Your Child’s Birthday
Jug Catch
Beanbag Races
Egg Drop
Marshmallow Magic
Top 10 Rainy Day Activities
Indoor Obstacle Course Picture a Story
Fun with Tape Starch Painting
Winter Craft Activities for Kids
Indoor Treasure Hunt Game
12 Simple Traditions for Your Child’s Birthday
Jug Catch
Beanbag Races
Egg Drop
Marshmallow Magic
8 Great Cookbooks for Kids
Potato Head
Jelly Bean Picture
Threading Spools
Learning About the Mailbox
Two Truths and a Fib
Taste Testing
Soap Crayons
Whipped Snow
11 Best Videos for Kids
Potato Head
Jelly Bean Picture
Threading Spools
Learning About the Mailbox
Two Truths and a Fib
Taste Testing
Soap Crayons
Whipped Snow
11 Best Videos for Kids
এই ধরণের গেমগুলো, ফ্যামেলি এডুকেশন, চাইল্ড কেয়ারিং বিষয়ক ওয়েবে দেয়া থাকে, একটু সময় দিলেই পেয়ে যাবেন, আপনার সন্তান কি ধরণের গেম খেলছে তা একটু খেয়াল রাখুন, চেষ্টা করবেন সন্তান বেড়ে ওঠার সময়ে কি ধরণের গেমস
গুলোতে চর্চা থাকলে, তাদের মানসিক বিকাশ সুস্থ ও সুন্দর হয়।
সবার সুস্থতা কামনায় এখানেই শেষ করছি।
লেখাটি কপি করবেন না , করতে হলে সোর্স উল্লেখ্য করে করবেন।
0 comments:
Post a Comment