শুরু করছি ল্যাপটপ নিয়ে ধারাবাহিক পর্বের ষষ্ট পর্ব। আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি ল্যাপটপের আয়ুষ্কাল বাড়াতে পারেন। অধিকাংশ ল্যাপটপ মাস ৬-৭ ব্যাবহারের পর দেখা যায় ব্যাটারির ব্যাকআপ (Backup) ক্ষমতা কমে যায়। ল্যাপটপে এমন অনেক অনাকাঙ্ক্ষিত প্রোগ্রাম চালু থাকে যা আদৌ আমাদের কোন প্রয়োজনে আসে না, ঐ প্রোগ্রাম গুলো ল্যাপটপের ব্যাকআপ ক্ষমতা নিরন্তর ভাবে কমিয়ে দিচ্ছে। আসুন তাহলে ধাপে ধাপে দেখে নিই কিভাবে আপনি আপনার ল্যাপটপের আয়ুষ্কাল বাড়াতে পারেন।
১। প্রথমে আপনার ল্যাপটপের স্ক্রীন উজ্জ্বলতা (Screen Brightness) কমিয়ে দিন। ল্যাপটপের কী বোর্ডের উপরের বাটন গুলো দেখলেই দেখবেন ছবিসহ নির্দেশ করা আছে আপনি কোনটি দিয়ে ব্রাইটনেস কমাবেন আর বাড়াবেন। আপনি চাইলে কন্ট্রোল প্যানেল(Control Panel) থেকেও ব্রাইটনেস (Screen Brightness) কমাতে পারেন। এজন্য কন্ট্রোল প্যানেলের (Control Panel) পাওয়ার অপশনে (Power Option) গিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস সেট করে দিন।
২। আপনি ল্যাপটপ ওপেন করার সাথে সাথে কিছু প্রোগ্রাম আছে যা আপনার অজান্তে আপডেট নিতে থাকে এবং আপনার ব্যাটারির ব্যাকআপ কমিয়ে দেয়। এজন্য কন্ট্রোল প্যানেল থেকে ( না পেলে সার্চ বারে টাইপ করে সার্চ দিন পেয়ে যাবেন) Administrative Tools যান > তারপর Task Scheduler ক্লিক করে ওপেন করুন। এখানে Task Schedule summary বারের একটু নিচে আসলে দেখবেন কিছু Task Name। এই Task Name এ ডাবল ক্লিক করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে যে যে অপশনর আপডেট বন্ধ করতে চান সেগুলোর উপর ডাবল ক্লিক করলে আরও একটি উইন্ডো ওপেন হবে , তারপর Conditions ট্যাব সিলেক্ট করুন। এখানে থেকে “Start the task only if the computer is on AC power” এবং “Stop if the computer switches to battery power” অপশন দুটি সিলেক্ট করে দিন।
৩। অনেক ল্যাপটপের কী বোর্ডে ব্যাকলাইট থাকে (নিচের ছবির মত)। ব্যাটারির আয়ুষ্কাল বাড়াতে সে ব্যাকলাইট (প্রয়োজন না হলে) বন্ধ করে দিন।
৪। আপনার ড্রাইভে সিডি বা ডিভিডি থাকলে তা বের করে ফেলুন। আর পেন-ড্রাইভ (USB Pendrive) বা মেমোরি কার্ড থাকলেও তা আনপ্লাগ (Unplug) করে ফেলুন কারণ এগুলো আপনার ব্যাটারির চার্জ কমিয়ে দেয়।
৫। হাই কন্ট্রাস্ট (High Contrast Mode) মোড অন করেও ব্যাটারি চার্জ বাঁচাতে পারেন । এই মোড ওপেন করলে আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং এই মোডে কাজ করতে আপনি অনেক মজা পাবেন। কন্ট্রাস্ট মোড (Contrast Mode) অন করতে কী বোর্ড থেকে Shift + Alt + Print Screen বাটন ক্লিক করলে একটি ছোট উইন্ডো আসবে সেখান থেকে Yes সিলেক্ট করে দিন। আর আগের অবস্থায় ফিরে যেতে চাইলে একই নিয়ম অনুসরণ করতে হবে।
৬। কিছু সফটওয়্যার আছে যা অল্প সময় পর পর বিজ্ঞাপন বা অ্যাড দেখায়, যেমন Messenger, G-talk and Skype ইত্যাদি। এই সফটওয়্যার গুলোর কম্পিউটার ওপেন করার সাথে চালু হয়। তাই এ গুলো Disable করে দিন। Run কমান্ডে গিয়েmsconfig টাইপ করে এন্টার দিন এবং সেখান থেকে startup ট্যাব সিলেক্ট করে অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো Disable করে দিন। এখানে Disable করলে আপনার সফটওয়্যার Disable হবে না, শুধু এর অটোমেটিক রান হওয়াটা বন্ধ হবে।
আগামী পর্বে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আপনার ল্যাপটপের চার্জ খরচ হবার অন্যতম কারণ।
আজ এই পর্যন্ত । শুভ কামনায়।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না করতে হলে উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
কপি করবেন না করতে হলে উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
brightness komabo ki kore ? power option e ascena?
ReplyDelete