ল্যাপটপের ব্যাটারির চার্জ দীর্ঘ সময় ধরে রাখুন (৭ম পর্ব)


বন্ধুরা কেমন আছেন। আশা করি অনেক ভাল আছেন। গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনি ল্যাপটপের চার্জ খরচ কমাতে পারেন। আজ একই বিষয়ের উপর আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই সব গুলো বিষয় যদি খেয়াল রেখে ল্যাপটপ চালান তাহলে আপনি ল্যাপটপের চার্জ লম্বা সময় ধরে রাখতে পারবেন।
১। আপনার ল্যাপটপ স্লিপিং (Sleeping Mode) মোডে না রেখে হাইবারনেট (Hibernate) করে রাখলে ব্যাটারি চার্জ খরচ হওয়া কমাতে পারবেন। মনে রাখবেন স্লিপিং মোডে কম্পিউটার পুরোপুরি বন্ধ হয় না আর হাইবারনেট মোডে কম্পিউটার সব কার্যক্রম বন্ধ রাখে।
২। আপনি নিশ্চিই সবসময় ব্লু-টুথ (Bluetooth) ব্যবহার করেন না। কারণ ব্লু-টুথ ওপেন থাকলেও চার্জ খরচ হয়। ব্লু-টুথ বন্ধ করতে প্রথমে স্টার্ট মেন্যু (Start Menu) থেকে সার্চ বারে (Search bar) নেটওয়ার্ক সংযোগ অংশে, (Network Connections) টাইপ করে এনটার চাপুন। ব্লু-টুথ অপশনের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে Disable করে দিন।
৩। আপনি যদি Wi-Fi ব্যাবহার না করে থাকেন তাহলে সেই অপশনটিও বন্ধ রাখতে পারেন। কারণ এটি আপনার ব্যাটারির চার্জ কমিয়ে দেয়।
৪। আপনার ল্যাপটপটির SATA (সাটা) হার্ড ড্রাইভ যদি ৫৪০০-৭২০০ আর.পি.এম (5400-7200) RPM, (Revolution Per Minute – এটি  দ্বারা বুঝা যায়, আপনার হার্ড ড্রাইভ প্রতি মিনিটে কি পরিমাণ গতিতে ঘুরছে ) হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটি আপনার ল্যাপটপের চার্জ কমিয়ে দিচ্ছে। তাই আপনি যদি নতুন ল্যাপটপ কিনেন তাহলে S.S.D (Solid State Drive) হার্ড ড্রাইভের ল্যাপটপ কিনতে পারেন। কারণ SSD হার্ড ড্রাইভে কোন ডিস্ক ঘুরে না তাই চার্জ করচ কম হয়। নিচের ছবিতে দেখে নিন Sata ও SSD হার্ড ডিস্কের পার্থক্য।






৫। ডিস্ক ডিফ্রেগমেন্টেশন করেও চার্জ খরচ কমাতে পারেন। আপনার বিভিন্ন কাজের জন্য হার্ড ড্রাইভ বিভিন্ন সময় ফ্রেগমেন্টেশন করে থাকে, যদিও এই কাজটি হার্ড ড্রাইভ নিজে নিজেই করে থাকে । এতে করে নির্দিষ্ট একটা সময় পর দেখা যায় ফ্রেগমেন্টেশনের পরিমাণ ২০%,৩০% বা ৪০% পর্যন্ত বেড়ে যায়। যখন দেখবেন, আপনার ফ্রেগমেন্টেশন ১০% বেশি হয়ে গেছে আপনার উচিত ডিস্ক ডিফ্রেগমেন্টেশন করা ।
চলুন দেখে নিই, কিভাবে ডিস্ক ডিফ্রেগমেন্টেশন করবেন।
প্রথমে উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করুন এবং সার্চ বক্সে Disk Defragmenter টাইপ করে সার্চ দিন। এসে গেলে ক্লিক করুন। আপনার ডিস্ক ফ্রেগমেন্টেশন কত ভাগ হয়েছে তা দেখে নিন । এই জন্য Analyze disk ট্যাবে ক্লিক করুন । কিছুক্ষণ পর দেখবেন আপনার হার্ড ড্রাইভ কি পরিমাণ  ফ্রেগমেন্টেশন হয়েছে। ১০% বেশি হলে ডিস্ক  ডিফ্রেগমেন্টেশন করুন। এখানে একটি  ডিফ্রেগমেন্টেশন বাটন দেখবেন সেটি ক্লিক করলে আপনার ডিস্ক  ডিফ্রেগমেন্টেশন হবে। আর আপনি যদি উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮ (Windows 8) ব্যবহার করে থাকেন তাহলে একই ভাবে নিয়ম গুলো ফলো করুন Disk Defragmenter টাইপ করে সার্চ দেওয়া পর্যন্ত ।
বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত। উপরে উল্লেখিত নিয়ম গুলো অনুসরণ করলে আশা করা যায় আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি চার্জ তুলনামূলক ভাবে দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন। সবার সুস্থতা কামনায়।





পোস্টটি লিখেছেন মইন উদ্দিন

Share on Google Plus

About মইন উদ্দিন

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment