সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, ল্যাপটপ নিয়ে ধারাবাহিক লেখার চতুর্থ পর্ব। মাঝে মাঝে আমরা দেখি ল্যাপটপের পর্দা বা (Screen) সাদা হয়ে যায়। যখনই ল্যাপটপ ওপেন করেন দেখেন পর্দা বা স্ক্রীনটি সাদা। আজ আমরা দেখব কিভাবে এই সমস্যা সামাধান করা যায় ।
প্রথমে দেখে নেওয়া যাক এই সমস্যা কেন হয়।
- এই সমস্যাটি হতে পারে ভিডিও কেবেল ও LCD বা LED স্ক্রীন কানেকশান আলগা হয়ে গেলে বা খানিকটা জায়গা থেকে সরে গেলে।
- ল্যাপটপের LCD বা LED স্ক্রীন নষ্ট হয়ে গেলে।
- আপনার ল্যাপটপের মাদারবোর্ডের গ্রাফিক্স কার্ড নষ্ট হয়ে গেলে।
সমাধানের জন্য ল্যাপটপটি একটি এক্স-টারনাল মনিটরেরে সাথে সংযোগ লাগিয়ে দেখা যেতে পারে। এই জন্য আপনার ল্যাপটপের সাথে VGA ক্যাবল দিয়ে এক্সটারনাল মনিটরেরে সাথে লাগাতে হবে । এবার ভিডিও মোড (Video Mode) আপনার ল্যাপটপ থেকে এক্সটারনাল মনিটরে সুইচ করার জন্য (Fn + F5) চাপুন তোশিবার জন্য, (Fn + F7) আই বি এম ল্যাপটপের জন্য, (Fn + F4) চাপুন এইচ.পি ল্যাপটপের জন্য। তাছাড়া আপনার ল্যাপটপ যদি অন্য ব্র্যান্ডের হয় তাহলে ল্যাপটপ থেকে এক্স-টারনাল মনিটরে কিভাবে সুইচ করবেন ইন্টারনেট-এ সার্চ দিয়ে জেনে নিতে পারেন, অথবা ল্যাপটপ ও মনিটরের যে গাইড বা ব্রুশিয়ার গুলো থাকে, সেগুলো থেকে দেখে নিতে পারেন। অনেক ব্র্যান্ডের ল্যাপটপ ভি.জি.এ (VGA) পোর্ট লাগানোর পর রি-স্টার্ট (Restart) দিলে অটোমেটিক এক্স-টারনাল মনিটরের সাথে কানেক্ট হয়। যদি এক্স-টারনাল মনিটরে স্ক্রীন দেখা যায় তাহলে বুঝতে হবে ল্যাপটপ স্ক্রীনের সমস্যা।
সমাধানের জন্য আপনার ল্যাপটপের স্ক্রীনের পিছনের আবরণটি খুলে সেখানে পাতলা ও চ্যাপ্টা একটি ক্যাবল দেখবেন। (প্রয়োজনে অভিজ্ঞ কারো সাহায্য নিন) নিচের ছবিতে লক্ষ্য করুনঃ
উল্লেখিত ক্যাবল-টি খুলে আবার লাগিয়ে দিন ।
এরপরও যদি সমস্যা সমাধান না হয় তাহলে বুঝতে হবে আপনার স্ক্রীন-টি পুরোপুরি নষ্ট হয়ে গেছে বা মাদারবোর্ডের সমস্যা।
আশা করি আপনাদের কাজে লাগবে। আজ তাহলে এই পর্যন্ত।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
ভাই আমার মনিটর সাদা হয়ে গেছে।কয়েক বার ক্যাবল খুলে লাগিয়েছি কাজ হয় না।এখন কি করতে হবে
ReplyDeleteভাই আমার মনিটর চালানোর পর ঝিরিঝির হয়ে যায় কারন কি?
ReplyDeleteএই সার্ভিসিং করাতে কত টাকা লাগতে পারে?
ReplyDeleteভাই আমার মনিটরে মাউস পয়পন্ট আসে কিন্তু দাসা মনিটর
ReplyDeleteআসসালামু আলাইকুম।
ReplyDeleteআমার ল্যাপটপ এর ফাংশন সম্পূর্ণ ওকে কিন্তু ডিসপ্লে ঘোলা হয়ে গেছে। কোন আঘাতবা ধাক্কা লাগে নাই। ভালো অবস্থায় চালিয়ে শাটডাউন দিলাম। পরদিন সকালে চালিয়ে দেখি এরকম ঘোলা। স্ত্রীন দেখা যায় কিন্তু ঘোলাটে আর সাদা। আমি স্ক্রীণশট তুলে অন্য ল্যাপটপে সেই ছবি দেখেছি সর্ম্পর্ণ ক্লিয়ার কিন্তু উল্লেখিত স্ক্রীণটিতে সব ঘোলা দেখা যাচ্ছে। সমাধঅন জানালে খুবই কৃতজ্ঞ থাকতাম