ভাল অ্যাপস চেনার উপায় !!!


কেমন আছেন সবাই । আশা করি অনেক ভাল আছেন। স্মার্টফোন ব্যবহার করেন, মানে আপনি অ্যাপস ও ব্যবহার করেন। বিভিন্ন অ্যাপস স্টোরে আছে লক্ষ অ্যাপস । আপনার প্রয়োজন অনুসারে অ্যাপস ডাউনলোড করতে গিয়ে নিজের অজান্তে অপ্রয়োজনীয় অ্যাপস হয়তবা ইন্সটল করে ফেলেন। অনেক সময় দেখা যায় আপনি অ্যাপস ইন্সটল করলেন, কিন্ত ইন্সটলের পর দেখলেন এই ত যেন অ্যাপস নয় পুরো ম্যালওয়ারে (Malware) পরিপূর্ণ । আবার অনেক অ্যাপস আছে যে গুলো ইন্সটল করলে বিভিন্ন ধরণের বিজ্ঞাপনে আপনার মোবাইল পূর্ণ হয়ে যায়। একটু সচেতন হলে এই সমস্যা এড়ানো সম্ভব। আসুন তাহলে শুরু করা যাক।











১। প্রথমে কোন একটি অ্যাপস পছন্দ হলে এই অ্যাপসের সাথে দেওয়া রিভিউ গুলো পড়ে নিন। এই অ্যাপসটি যারা আগে ব্যবহার করেছেন তারা রিভিউতে সংশ্লিষ্ট অ্যাপসটি সম্পর্কে মতামত দেয়। এই রিভিউ গুলো পড়তে তেমন সময়ের প্রয়োজন নেই । রিভিউ গুলোর উপর চোখ বুলিয়ে যান আর কোন খারাপ মন্তব্য চোখে পড়লে তা একটু পড়ে দেখুন । আশা করি বুঝতে পারবেন অ্যাপস-টি ভাল কি না।
২। এবার দেখুন অ্যাপসটির প্লে স্টোরে কখন সাবমিট করা হয়েছে। অনেক সময় দেখা যায় অ্যাপসটি অনেক আগে সাবমিট (Submit) করা হলেও তেমন কেউ এটিকে ডাউনলোড করেনি। তাহলে বুঝতে পারবেন এই অ্যাপসটি তেমন কাজের নয়। পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাপস গুলোর রেটিং দেখলে বুঝতে পারবেন অ্যাপসটি কতটুকু ভাল। তাহলে সব সময় চেষ্টা করবেন ভাল রেটিং আছে এমন অ্যাপস গুলো ব্যবহার করতে।
৩। আপনি যদি কিনে অ্যাপস ব্যবহার করেন তাহলে অবশ্যই অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে-স্টোরের মত ভাল সাইট থেকে কেনার চেষ্টা করবেন।
৪। অনেক অ্যাপসের সোর্স দেওয়া থাকে না । অর্থাৎ (Unknown Source) থেকে তাহলে অ্যাপস-টি ইন্সটল করবেন না।
৫। স্পাই অ্যাপস গুলো ইন্সটলের সময় আপনার ব্যক্তিগত সেকশানে (Private Section) পারমিশান বা এক্সেস চাইতে পারে। যেমন একটি গেমের অ্যাপস আপনার কন্টাক্ট বা ক্যামেরাতে এক্সেস চাইতে পারে। এক্ষেত্রে আপনি অ্যাপস গুলো ইন্সটল করা থেকে বিরত থাকুন। সবার শেষে বলি যদি সম্ভব হয় তাহলে আপনার স্মার্টফোনে একটি অ্যান্টি ভাইরাস ব্যবহার করতে পারেন।
আজ তাহলে এই পর্যন্ত । আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের দেশের টিভি চ্যানেল গুলো বিভিন্ন বহুজাতিক কোম্পানির সাথে একীভূত হয়ে সুন্দরী প্রতিযোগিতা থেকে শুরু করে অনেক ধরণের প্রতিযোগিতা আয়োজন করে থাকে । এই জন্য তারা বছরব্যাপী দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিভাবানদের নিয়ে আসে।  কিন্ত আপনি কি কখনো এমন কোন উদ্যোগ দেখেছেন যেখানে এই চ্যানেল বা বহুজাতিক কোম্পানি গুলো বাংলাদেশের ফুটবল বা ক্রিকেটের জন্য ভাল বোলার বা ব্যাটসম্যানের খোঁজে কোন প্রতিযোগিতা আয়োজন করেছে, বছরব্যাপী। না করেনি । যদি করা হত তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা ভাল খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে খেলার একটা সুযোগ হত।



পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ। 
Share on Google Plus

About মইন উদ্দিন

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment