কেমন আছেন স্মার্টফোন ব্যবহারকারী বন্ধুরা। স্মার্টফোন যখন ব্যবহার করেন নিশ্চয়ই ছোট-খাট কিছু সমস্যায় পড়তেই হয়। স্মার্টফোন আর অ্যাপস এই দু’টি বিষয় সব সময় একসাথে চলে আসে। কিছু দিন অ্যাপস ব্যবহার করার পর দেখা যায় আপনার স্মার্টফোনটি অ্যাপসে টুঁইটুম্বুর বা পূর্ণ হয়ে যায়। ডিলিট করলে আবার স্থায়ী ভাবে ডিলিট হয় না । আজ আপনাদের দেখাব কিভাবে স্থায়ী ভাবে অ্যাপস ডিলিট করবেন।
- প্রথমে আপনার স্মার্ট ফোনের ডিবাইস সেটিং যান এবং সেখান থেকে অ্যাপস সেকশানটি ওপেন করুন ।
আপনি যে অ্যাপসটি ডিলিট করতে চান সেটি সিলেক্ট করুন। অ্যাপসটির উপর টেপ করে ওপেন করুন এবং আন-ইন্সটল (Uninstall) বাটনে টেপ করে অ্যাপসটি আন-ইন্সটল করুন।
এভাবে আপনি অ্যাপস ডিলিট করলেও আপনার গুগল প্লে স্টোরের লিস্টে এই অ্যাপস ডাউনলোডেড অ্যাপস (Downloaded Apps) হিসেবে থেকে যাবে। এই রেকর্ডটিও ডিলিট করতে আপনার গুগল অ্যাপস স্টোরের উপরে বাম দিকে “My apps” অপশনটি ওপেন করুন এবং “All” ট্যাব সিলেক্ট করুন।
এখান থেকে আপনি যে অ্যাপসটি ডিলিট করতে চান, সেটি সিলেক্ট করে ডিলিট করে দিন। আশা করি, আপনার অ্যাপসটি চিরস্থায়ী ভাবে ডিলিট হয়ে যাবে।
আজ এই পর্যন্ত। সবার সুস্থতা কামনায় এখানেই শেষ করছি।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ্য করে করবেন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ্য করে করবেন।
0 comments:
Post a Comment