আশা করি ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলা অ্যাপস । বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের তরুণরাও শুরু করেছে অ্যাপস তৈরি। এই অ্যাপস গুলো আপনার চিন্তা ধারাকে অনেকাংশেই পরিবর্তন ঘটাবে । অনেক বাংলাদেশী তরুণ বাংলা অ্যাপস গুলো দেখে নিজেরাই অ্যাপস তৈরিতে হাত দিয়েছে । প্রতিদিন নতুন নতুন বেশ কিছু বাংলা অ্যাপস আসছে গুগল প্লে স্টোরে (Google Play Store) । তাই আপনারদেরকে দেখাব কিছু বাংলা অ্যাপস যা আপনার কাজে লাগবে। আসুন তাহলে শুরু করা যাক।
- প্রথমে যে অ্যাপসটির সাথে পরিচয় করিয়ে দেব সেটির নাম হচ্ছে “হাতে খড়ি” । এটি বাচ্চাদের বাংলা বর্ণমালা শেখাতে ব্যবহার করা হয় । ডাউনলোড করতেএখানে ক্লিক করুন।
দ্বিতীয়ত পরিচয় করিয়ে দিব এমন একটি অ্যাপস যা ব্যাবহার করে আপনি বাংলা এস এম এস পাঠাতে পারবেন। এটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এটির ইন্টারফেস দেখতে নিচের মত।
তৃতীয় স্থানে পরিচয় করিয়ে দেব একটি বাংলা ডিকশনারী অ্যাপসের সাথে। এটি বহুল ভাবে ব্যবহ্নত একটি অ্যাপস। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এরপর যে অ্যাপসটি শেয়ার করব সেটি হচ্ছে ভোজন বিলাসীদের জন্য। অর্থাৎ এই অ্যাপসটি বাংলা রেসিপি তৈরির জন্য । এটি বাংলা রেসিপি নামেই পরিচিত । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
যেতে যেতে কিছু কথা বলি। আজ যখন বাংলা অ্যাপস নিয়ে লিখছিলাম দেখলাম গুগল অ্যাপস স্টোরে বেশ কিছু বাংলা অ্যাপস আছে। কিন্ত অ্যাপস গুলো, আরো আর্ন্তজাতিক মানের করা প্রয়োজন। কিছু কিছু অ্যাপস আছে, যাতে ব্যবহতেকারীরা হতাশ না হন, তার জন্য আরো গবেষণা ও অনুশীলনী প্রয়োজন। তারপরও আজকের এই লেখার উদ্দেশ্য হচ্ছে এই কাজে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করা। এই কাজে অনেক অভিজ্ঞ অ্যাপস ডেভেলপার ও গবেষক প্রয়োজন। আপনি চাইলে এখন থেকে অ্যাপস বানানো শিখতে পারেন আর আপনাদের মত অনেক তরুণ এই খাতে এগিয়ে আসলেই বাংলা অ্যাপসকে নিয়ে যাওয়া সম্ভব হবে বিশ্ব দরবারে। আপনি ৩০ টা অ্যাপস না বানিয়ে ১০-টি কার্যকরী অ্যাপস বানান । সময় বেশি লাগলেও একটি ভাল অ্যাপসই আপনার জীবনকে পাল্টে দিতে পারে।
অ্যাপস বানানোর সময় লক্ষ্য রাখবেন যেন আপনার অ্যাপসটি নির্দিষ্ট কোন একটি সমস্যাকে সমাধান করতে সক্ষম হয়। আজ এই পর্যন্ত । সবার সুস্থতা কামনায় এখানেই শেষ করছি।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজন হলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজন হলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
0 comments:
Post a Comment