সবাইকে শুভেচ্ছা । আজ ল্যাপটপ নিয়ে ধারাবাহিক লেখার তৃতীয় পর্ব । আজ আপনাদের সাথে আলোচনা করব, ল্যাপটপের ব্যাটারির চার্জিং সমস্যা ও সমাধান নিয়ে। আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, মাঝে মাঝেই ব্যাটারির বিভিন্ন সমস্যায় পড়তে হয় । আপনাদেরকে দেখাব, কিভাবে আপনি নিজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারেন।
প্রথমে যে সমস্যাটি আপনাদের কাছে তুলে ধরব তা হচ্ছে , অনেক সময় আমরা দেখি ল্যাপটপ যখন প্লাগ ইন করা হয় এটি চার্জ হতে থাকে। কিন্ত যে মুহূর্তে চার্জ খুলে ফেলা হয় ল্যাপটপ বন্ধ হয়ে যায় । এই সমস্যাটি যে য কারণে হতে পারে চলুন তা জেনে নিই।
- আপনার ল্যাপটপের ব্যাটারি নির্দিষ্ট জায়গা থেকে সরে গেলে। ব্যাটারি-টি খুলে আবার লাগিয়ে দেখতে পারেন।
- ব্যাটারির সাথে মাদারবোর্ডের সংযোগে ময়লা জমে যেতে পারে। এই ময়লা পরিস্কার করার জন্য এক ধরনের ইলেক্ট্রনিক কন্টাক্ট ক্লিনার (Electronic Contact Cleaner) আছে, চাইলে ব্যবহার করে দেখতে পারেন, বা ব্যাটারির সংযোগ মাদারবোর্ড থেকে খুলে আবার লাগিয়ে দেখতে পারেন।
এরপরও যদি সমস্যা সমাধান না হয় তাহলে নতুন আর একটি ব্যাটারি লাগিয়ে দেখতে পারেন। কিন্ত নতুন ব্যাটারি লাগানোর পরও যদি সমস্যা থেকে যায় তাহলে বুঝতে হবে আপনার ল্যাপটপের মাদারবোর্ডের সমস্যা । এটি হতে পারে আপনার মাদারবোর্ডের যে চার্জিং সার্কিট (Charging Circuit) আছে তা কাজ না করলে।
দ্বিতীয় সমস্যাঃ অনেক সময় দেখা যায় আপনার ল্যাপটপটি ব্যাটারি ডিটেক্ট করতে পারেনা,। টাস্ক বারে আপনার মাউস রাখলে ” No battery is detected” এই বার্তাটি দেখায়। আসুন জেনে নিই, কি কি কারনে এই সমস্যাটি হতে পারে।
- ল্যাপটপের ব্যাটারি পুরোপুরি নষ্ট হয়ে গেলে এই সমস্যাটি হতে পারে। নতুন একটি ব্যাটারি লাগিয়ে দেখতে পারেন। যদি সমস্যা সমাধান না হয় তাহলে বুঝতে হবে এটি আপনার মাদারবোর্ডের সমস্যা। এক্ষেত্রে মাদারবোর্ড পরিবর্তন বা মেরামত করিয়ে নিতে পারেন।
তৃতীয় সমস্যাঃ অনেক সময় দেখা যায় আপনার ল্যাপটপের ব্যাটারি ১০০% চার্জ হওয়ার পর যখন ল্যাপটপ ব্যাবহার করতে করতে ৮০% ( বা যে কোন একটি পর্যায়ে) আসে হঠাৎ করে দেখা যায় ব্যাটারির চার্জ ০% চলে আসে। এই রকম সমস্যা হলে আপনাকে নতুন একটি ব্যাটারি লাগাতে হতে পারে।
চতুর্থ সমস্যাঃ ব্যাটারি চার্জ হয়, যদি নির্দিষ্ট একটি অবস্থায় ধরে রাখেন। নিচের ছবিটি দেখুন।
এটি হয়ে থাকে, যদি আপনার ল্যাপটপের এসি এডাপ্টার (AC Adapter) কাজ না করলে। অন্য একটি এসি এডাপ্টার লাগিয়ে দেখাতে পারেন। যদি দেখেন, এসি এডাপ্টার ঠিক ভাবে কাজ করছে তাহলে বুঝতে হবে আপনার ল্যাপটপের যে পাওয়ার জ্যাক (Power Jack) আছে তার সমস্যা। সমাধানের জন্য আপনার পাওয়ার জ্যাক-টি পরিবর্তন করতে হবে।
আজ তাহলে এই পর্যন্ত । ল্যাপটপের নতুন সমস্যা ও সমাধান নিয়ে হাজির হব আগামী পর্বে । সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
ভাই আমার ল্যাপটপের ভিতর আওয়জ হয় খুব এটি কোন কারনে হয় ??
ReplyDeletesukesh from jessore
চার্জ হয়।।। কিন্তু ১০০ % হয় না।। কিছু দিন ৮৭% হয়েছে এখন তা আবার ৫৮% এ এসে দাড়িয়েছে।।কি করনীয়??
ReplyDeleteconsider replacing your battery
ReplyDeletewindows 7
Please help
ভাই আমার ল্যাপটপ চার্জ হয়েচিল আর চার্জ কমচিল এখন আর ওপেন হয় না। চার্জ হয়না কি সমস্যা একটু বলবেন প্লিজ।
ReplyDeleteআমার ল্যাপটপ চাজে দিলে চাজ হচ্ছে কিন্তু চাজার এলিডি লাইট জলছে আার একটু পর নিভছে এ কারণ কি একটু বলবেন
ReplyDeleteআমার ল্যাপটপ চাজে দিলে চাজ হচ্ছে কিন্তু চাজার এলিডি লাইট জলছে আার একটু পর নিভছে এর সমাধান জানাবে।
ReplyDelete