আশা করি অনেক ভাল আছেন । যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের প্রতিনিয়ত বিভিন্ন ঝামেলায় পড়তে হয় । যার মধ্যে অন্যতম হচ্ছে, ল্যাপটপ বন্ধ বা হ্যাং (Hang) হয়ে যাওয়া। এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর প্রয়োজনীয় সমাধান দেওয়ার চেষ্টা করব।
অধিকাংশ সময় ব্যবহার কারীরা যে সমস্যাটার কথা বলে তা হচ্ছে ল্যাপটপ খুব গরম হয়ে যায় এবং কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। এই সমস্যাটা হয়ে থাকে ল্যাপটপের কুলিং মডিউল গুলো কাজ না করলে। ল্যাপটপে কুলিং মডিউলের ২টি অংশ আছে তার একটি হচ্ছে কুলিং ফ্যান আর অন্যটি হচ্ছে হিট সিঙ্ক (Heat Sink) । উল্লেখ্য, হিটসিঙ্ক (Heat Sink)-এ এক ধরণের পেস্ট ব্যবহ্নত হয়, যার নাম থার্মাল গ্রিস বা হিটসিঙ্ক গ্রিস (Thermal Grease or Heat Sink Grease) যা প্রসেসর ঠাণ্ডা রাখতে সাহায্য করে।
সমস্যা সৃষ্টি হয় যখন কুলিং মডিউল অতিরিক্ত পরিমানে ধুলোবালি টেনে নেয় । এতে করে কুলিং ফ্যানের গতি কমে যায় বা বন্ধ হয়ে যায় এবং প্রসেসর অতিরিক্ত গরম হয়ে ল্যাপটপ বন্ধ করে দেয়। এই সমস্যা সমাধান করতে হলে, আপনাকে কুলিং মডিউল গুলো পরিষ্কার করলেই চলবে। তাহলে ধাপে ধাপে দেখে নিই কিভাবে পরিস্কার করবেন। প্রথমে ধের্য্য সহকারে (অভিজ্ঞ কেউ থাকলে সাহায্য নিন) কুলিং ফ্যানটি খুলে ফেলুন। ল্যাপটপের ভিন্নতা অনুসারে কুলিং ফ্যানের ডিজাইনও ভিন্ন হতে পারে।
কুলিং ফ্যানটি খোলার পর দেখা যাচ্ছে একটি ধুলার আবরণ ।
নিচে নির্দেশিত, ২ টি জায়গায় যে হিটসিঙ্ক গ্রিস বা পেস্ট পাবেন তা হচ্ছে হিটসিঙ্ক এর আচ্ছাদিত স্থানে ।
কম্পিউটারের দোকানে এই হিটসিঙ্ক পেয়ে যাবেন।
লাগানো হয়ে গেলে কুলিং ফ্যানটি মাদারবোর্ডের সাথে সংযোগ করে দিন। আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।
সবার সুস্বাস্থ্য কামনায় এখানেই শেষ করছি ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
0 comments:
Post a Comment