ফটোগ্রাফি করতে পারবেন, যে মোবাইল ফোনগুলো দিয়ে।


সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেখা। বর্তমান সময়ের মোবাইল ব্যবহারকারীরা নতুন মোবাইল কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে ক্যামেরা মোবাইল ফোনকে । আর ফেসবুকে যে ছবি আপলোড করা হয় তার ৫৫-৬৫ ভাগ ছবিই মোবাইল ক্যামেরা দিয়ে তোলা। তাহলে বুঝতেই পারছেন, মোবাইল ক্যামেরার গুরুত্ব। আজকের লেখা সাজিয়েছি এমন স্মার্টফোন ক্যামেরা দিয়ে যা আপনার ফটোগ্রাফির মেজাজটা নিঃসন্দেহে পাল্টে দেবে। আসুন, পরিচিত হয়ে নিই সেই মোবাইল গুলোর সাথে।
১। প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব Nokia Lumia 1020 সাথে। এটিতে সংযোজন করা হয়েছে ১.৫ গিগা হার্টজ স্নাপড্রাগন এমএস ৮৯৬০ ডুয়েল কোর। ৪১ মেগা পিক্সেল ক্যামেরা। এটির ডিসপ্লে সাইজ ৪.৫ ইঞ্চি ও ৭৬৮x১২৮০ রেজুল্যশান । এটির ওজন ১৫৮ গ্রাম।


২।  Samsung Galaxy K Zoom । এই ফোনটি অনেকটা-ই ক্যামেরাকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে। এটির পিছনে দেখতে ক্যামেরার মত। ২০.৭ (BSI CMOS) মেগা পিক্সেল ক্যামেরা ও। এটিতে সংযোজন করা হয়েছে শক্তিশালী এক্সিনোস ৫ হেক্সা প্রসেসর ( ১.৭ গিগাহার্টজ)। ডিসপ্লে ৪.৮ ইঞ্চি বা ১২১.৯ মিলিমিটার , (Main Display) ৭২০ X ১২৮০ (HD)  রেজুল্যশান স্ক্রীন। এটির ওজন ২০০ গ্রাম। কালার ডেপথ ১৬ মিলিয়ন, ভিডিও ধারণ ও চালনা (প্লেয়িং) রেজুল্যশান ১৯২০X ১০৮০ (FHD)।




৩। HTC One M8। অনেকের জন্য পিছনের ক্যামেরার চেয়ে সামনের ক্যামেরা অনেক গুরত্ত্বপূর্ণ । তাদের কথা মাথায় রেখে এই ফোনের ডুও ক্যামেরা  (Duo Camera) ১৩ মেগা পিক্সেল ও সামনের ক্যামেরা (৫ মেগা পিক্সেল) ও ই-ওয়ান টাচ রি-ফোকাস এবং প্রফেশনাল ক্যামেরা এক্সপেরিয়েন্স । বিশেষ করে সেলফি তোলার জন্য এই ফোনের সামনের ক্যামেরাটি কার্যকরী । এটিতে আছে ২.৩ গিগাহার্টজ নেক্সট জেনেরেশন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর । ১০২০ X ১৯৮০ এইচ.ডি রেজ্যুলেশনের সাথে ওয়াইড ভিউ এঙ্গেল।





৪। APPLE I-PHONE 6 PLUS । এটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চি এবং রেজ্যুলেশনের ১০৮০ X ১৯২০ পিক্সেল । ক্যামেরা ৮ মেগা পিক্সেল। এটিতে আছে ডুয়াল কোর ১৪০০ মেগাহার্টজ ৬৪ বিট প্রসেসর এবং ১ জিবি রেম। ১৭২ গ্রামের এই স্মার্ট ফোনটি দিয়ে ভাল মানের ছবি তোলা সম্ভব।







৫। Sony Xperia Z সিরিজের বেশ কয়েকটি স্মার্টফোন এই তালিকা থেকে দেখে নিতে পারেন । Sony Xperia – Z2, Z3 ও Z3 Compact সিরিজের এই তিনটি ফোনেই পানিরোধী ও ময়লা প্রতিরোধক ব্যবস্থা থাকায়, সবার কাছে খুব কম সময়ে, বাজারে দ্রুত দখল করতে পেরেছে। এই মডেল গুলোর ক্যামেরা যথাক্রমে ২০.৭ মেগা পিক্সেল (Sony Z2 & Z3) ও ২১ মেগাপিক্সেল (Z3 Compact)।  Sony Z2 এর ওজন ১৬৩ গ্রাম, Sony Z2 এর ওজন ১৫২ গ্রাম ও Z3 Compact এর ওজন ১২৯ গ্রাম। রেজুল্যশান যথাক্রমে Z2 & Z3 (১৯২০X ১০৮০)  এবং Z3 Compact এর জন্য (১২৮০X ৭২০) । ডাইমেনশন গুলো হলো ঃ ১৪৬.৮X ৭৩.৩ X ৮.২ মি.মি (Sony Z2), ১৪৬X ৭২ X ৭.৩ মি.মি (Sony Z3) এবং ১২৭ X ৬৪.৯ X ৮.৬ মি.মি।







তুন কোন লেখা নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে।



পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ্য করে করবেন।
Share on Google Plus

About মইন উদ্দিন

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment