অভ্র.আই এম |
অভ্র.আই এম
আজকে আপনাদের সাথে আলোচনা করব অভ্র সফটওয়্যারের আর একটি ব্রাউজার ভিত্তিক সংস্করণ অভ্র.আই এম (Avro.im) নিয়ে । শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে যারা এই অভ্র সফটওয়্যারটি তৈরি ও উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছেন । যদিও বাংলা ভাষার প্রতি তাদের এই অবদান, শুধু ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না । ভাষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার অন্যতম টুল অভ্র-কী একটি অবিস্মরণীয় নাম । এই সফটওয়্যার কাজে লাগিয়ে অনেকই করে যাচ্ছেন, বৈপ্লবিক কাজ যা বাংলা ভাষাকে নিঃসন্দেহে এগিয়ে নিয়ে যাবে অনেক উপরে ।
আগে এর সুবিধা গুলো দেখে নিই।
১। আপনি অভ্র সফটওয়্যার ছাড়াই বাংলা লিখতে পারবেন আপনার ব্রাউজারে । এটি অভ্র সফটওয়্যারের চেয়েও অনেক দ্রুত কাজ করে।
২। এটির ইন্টারফেস-টা অনেক চমৎকার যা ব্যবহার করে খুব মজা পাবেন ।
৩। আপনি চাইলে একসাথে পাঁচটি ড্রাফ্ট সঞ্চয় করে রাখতে পারবেন আপনার ব্রাউজারে ।
৪। এর সব চেয়ে বড় সুবিধা হচ্ছে, এটি একবার লোড ও চালু হতে খুব অল্প পরিমাণ সময় লাগে, কিন্ত একবার লোড হয়ে গেলে এরপর থেকে অফলাইনে চালাতে পারবেন ।
৫। আপনি হয়ত-বা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যান, যেখানে অভ্র সফটওয়্যার ইন্সটল নাও থাকতে পারে , অভ্র সফটওয়্যার ইন্সটল করার জামেলা না নিয়ে আপনি চাইলে অভ্র .আই এম (Avro.im) ব্যাবহার করতে পারেন ।
অভ্র.আই এম |
আমার আজকের পুরো লেখাটা Avro.im এ টাইপ করেছি । একবার লোড হয়ে গেলে এবার আপনি অফ লাইনেও ব্যবহার করতে পারবেন । ঠিকমত কাজ করছে কিনা দেখার জন্য, আপনার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিন এরপর আপনার ব্রাউজারে Avro.im লিখে এন্টার-কী চাপুন , দেখবেন Avro.im ইন্টারফেসটি চলে এসেছে ।
আজ তাহলে এই পর্যন্ত । তবে হে আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি নিজেও এর উন্নয়নে হাত লাগাতে পারেন।
পোস্টটি লিখেছেন মইন উদ্দীন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment