![]() |
ফেসবুকের ভিডিও ডাউনলোড |
ফেসবুকের ভিডিও ডাউনলোড
কেমন আছেন সবাই । মন আর শরীর যতই খারাপ থাকুক না কেন নিজেকে সব সময় ভাল রাখার চেষ্টা করবেন । এক সময় দেখবেন ভাল থাকাটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক । আজকে আপনাদের সাথে খুব প্রয়োজনীয় একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি । আমরা প্রতিদিন কম বেশি ফেসবুক ব্যাবহার করে থাকি । ফেসবুকে অনেক সময় এমন কিছু ভিডিও পাই যা ডাউনলোড করে নিজের কাছে না রাখলেই নয় । কোন ধরণের সফটওয়্যার ব্যাবহার না করে একটা সিস্টেমে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায় তবে ঐ উপায়ে ডাউনলোড করলে আপনার ভিডিও কম রেজোলিউশানে ডাউনলোড হবে । কিন্ত আজকে আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ইচ্ছা মত রেজোলিউশানে ডাউনলোড করেবেন ।
ভিডিও ডাউনলোড
প্রথমে যে ভিডিওটি ডাউনলোড করবেন তা আপনার ফেসবুক অ্যাকাউন্টে অপেন করুন । এবার ফেসবুকের লিংকটি কপি করুন ।
![]() |
ফেসবুকের ভিডিও ডাউনলোড |
![]() |
ফেসবুকের ভিডিও ডাউনলোড করুন
এবার ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং কিছুক্ষণ পর দেখবেন নিচে কিছু ডাউনলোড লিংক এসে গেছে । আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সে ফরম্যাটে উপর মাউস কারসর নিয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন । এখান থেকে Save Link as এ ক্লিক করুন এবং আপনার কম্পিউটারের কোথায় সেভ করতে চান তা দেখিয়ে দিন ।
|
![]() |
ফেসবুকের ভিডিও ডাউনলোড |
আজ তাহলে এই পর্যন্ত । আশা রাখি লেখাটি আপনাদের অনেক কাজে আসবে ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দীন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment