![]() |
উইন্ডোজ ১০ |
টেক বন্ধুরা কেমন আছেন । আজ আপনাদের সাথে শেয়ার করব উইন্ডোজ ১০’র কিছু গুরুত্ত পূর্ণ ফিচার নিয়ে ।এটি নিঃসন্দেহে উইন্ডোজ ৮’র সব কষ্ট দূর করে দেবে। আপনি এখন পিসিতে বসে যে কাজ করতে ২ ঘণ্টা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যে করা যাবে বলে আশা করা যায় । পাশাপাশি এটি উইন্ডোজ ৮র সব গুলো বিরক্তিকর অপশন বাদ দিয়ে দিয়েছে । চলুন তাহলে শুরু করা যাক ।
![]() |
উইন্ডোজ ১০ |
১। প্রোজেক্ট স্পারটান ব্রাউজার
ইন্টারনেট এক্সপ্লুরারকে ভুলে গিয়ে এবার নেট ব্যাবহারের জন্য আসছে প্রোজেক্ট স্পারটান ব্রাউজারের মত শক্তিশালী ব্রাউজার । এখানে থাকছে রিডিং মোডের মত একটি ফিচার যা আপনার লে-আউট অনেক বড় করে দিবে আর যেকোন ধরণের আর্টিকেল বা বই আপনার স্ক্রীনের পুরোটা জায়গা জুড়ে দেখতে পারবেন । গুরুত্তপূর্ণ বিষয় গুলো নোট রাখার জন্য থাকছে একটি নোট ফিচার।
![]() |
উইন্ডোজ ১০ |
২। ডেস্কটপে কোর্টানা –
আপনার কাজের গতিকে আরও দ্রুত করার জন্য উইন্ডোজ ১০’এ রাখা হয়েছে মাইক্রোসফট ভয়েচ কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট কোর্টানা । আপনি চাইলে মাউস , কী বোর্ডের সাথে স্পীচ কমান্ড দিয়ে কাজ করতে পারবে। ধরুন আপনি চাচ্ছেন আপনার ডিজাইন করা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানটি অপেন করতে, আপনার স্পীচ কমান্ড পাওয়ার সাথে সাথে কমান্ড অনুযায়ী প্রেজেন্টেশান শুরু হয়ে যাবে। আপনি যদি চান আপনার ফটো ড্রাইভ খুলতে চান তাহলে স্পীচ কমান্ড দিয়ে ফটো ড্রাইভটি অনায়াসে আপানর চোখের সামনে হাজির করতে পারবেন ।
![]() |
উইন্ডোজ ১০ |
৩। ভার্চুয়াল ডেক্সটপ
এখন পর্যন্ত একটি মনিটরে একটি করে ডেক্সটপ থাকে । কিন্ত উইন্ডোজ ১০’এ একটি মনিটরে আরও একটি অতিরিক্ত বা ভার্চুয়াল ডেক্সটপ ব্যাবহার করতে পারবেন । ভার্চুয়াল ডেক্সটপ কাজে লাগিয়ে আপনি আপনার ইচ্ছা মত ডেক্সটপ সুইচ করতে পারবেন ।
![]() |
উইন্ডোজ ১০ |
![]() |
উইন্ডোজ ১০ |
![]() |
উইন্ডোজ ১০ |
![]() |
উইন্ডোজ ১০ |
পোস্টটি লিখেছেন মইন উদ্দীন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment