যেভাবে ল্যাপটপের কুলিং ফ্যানের শব্দ বন্ধ করবেন (পর্ব-৮)


সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ল্যাপটপ নিয়ে অষ্টম পর্ব। আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আপনার ল্যাপটপের কুলিং ফ্যানের শব্দ বন্ধ করবেন । আমরা অনেক সময় দেখি ল্যাপটপের ফ্যানটি খুব শব্দ করে। ল্যাপটপ চালু করলেই এই শব্দ শুরু হয়। এই ধরনের শব্দ খুবই বিরক্তিকর।
১। আপনার ল্যাপটপটি খুব গরম হয়ে গেলে এই ধরনের শব্দ হতে পারে। আপনি যদি লম্বা সময় ল্যাপটপে কাজ করেন যেমন ফটো এডিটিং, ভিডিও এডিটিং বা অন্য কোন কাজ করে থাকেন তাহলে আপনি আপনার ল্যাপটপের জন্য ল্যাপটপ কুলিং ফ্যান কিনতে পারেন। কারন ল্যাপটপে যত ভারী ও লম্বা সময় ধরে করবেন আপনার ল্যাপটপ তত পরিমানে  শক্তি ব্যবহার করবে। যার দরুন আপনার ল্যাপটপের কুলিং ফ্যানের পক্ষে ল্যাপটপ ঠাণ্ডা রাখা সম্ভব হয় না ।
তাই একটি কুলিং ফ্যান কিনে এই সমস্যা সমাধান করতে পারেন।







 ২। আপনার প্রসেসর (Processor) যদি অপ্রয়োজনীয় কাজে অধিক শক্তি খরচ করে তাহলেও ল্যাপটপের কুলিং ফ্যান শব্দ করে পারে। অপ্রয়োজনীয় কাজ বলতে, ধরুন, আপনি ইন্টার-নেট ব্যবহার করছেন, এই অবস্থায় গেমস,  থ্রিডি বা অন্য কোন ভারী সফটওয়্যার ওপেন রাখলে আপনার প্রসেসর বেশি শক্তি খরচ করে । তাই যত সম্ভব অ-প্রয়োজনীয় ফাইল বা সফটওয়্যার বন্ধ রাখুন। এই জন্য টাস্ক ম্যানেজারে যেতে হবে। টাস্ক ম্যানেজারে যেতে Ctrl+Shift+Esc চাপুন । এবার দেখুন কোন প্রোগ্রামটি অধিক পরিমাণে পাওয়ার খরচ করছে। যে প্রোগ্রাম গুলো আপনার লাগবে না সেগুলো বন্ধ করে রাখুন, এতে করে আপনার ল্যাপটপ কম শক্তি খরচ করবে এবং আপনার ফ্যানটা খুব ভাল কাজ করবে।







৩। আপনি যদি বেশ কয়েক বছর ধরে ল্যাপটপ ব্যবহার করে থাকে তাহলে আপনার ল্যাপটপের ভিতর  ময়লা জমে যেতে পারে যেটি ল্যাপটপের ফ্যান শব্দ করার একটি কারণ হতে পারে। তাই যদি মনে করেন আপনার ল্যাপটপের ভিতর ময়লা জমেছে, ল্যাপটপ খুলে ময়লা পরিষ্কার করে দেখতে পারেন। অবশ্য এজন্য আপনার অল্প হলেও অভিজ্ঞতা থাকতে হবে। অন্যথায় এই কাজ নিজে করতে যাবেন না। আর যদি সাহসী হয়ে থাকেন তাহলে নিজে ভাল করে ইন্টারনেট ঘেটে, হার্ডওয়্যার বুঝেন ভাল, এমন কাউকে সাথে নিয়ে করতে পারেন। আপনার কাছে এয়ার কম্প্রেশার মেশিন থাকলে সেটি দিয়েও ডাস্ট বা ময়লা পরিষ্কার করতে পারেন।





৪। অনেকেই দেখা যায় ল্যাপটপ বিছানার উপর রেখে ব্যবহার করেন। এতে করে ল্যাপটপের ভিতর সৃষ্টি হওয়া হিট বা তাপ বের হতে পারে না। তাই মনে রাখবেন যখনই ল্যাপটপ বসাবেন সব সময় চেষ্টা করবেন শক্ত কোন কিছুর উপর বসাতে, যাতে ল্যাপটপ হিট বা তাপ বের করে দিতে পারে।





৫। সবকিছু করার পরও ফ্যানে শব্দ বন্ধ না হলে বুঝতে হবে আপনার কুলিং ফ্যানের সমস্যা। এটি ঠিক করার চেষ্টা না করে নতুন একটি কুলিং ফ্যান লাগিয়ে দিন । কুলিং ফ্যান আপনার ল্যাপটপ ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এটি মেরামত করলেও হয়তবা, ধীর গতির হয়ে চলতে পারে, যেটি আপনার ল্যাপটপের জন্য মোটেও স্বস্তিকর নয়।
আজ তাহলে এই পর্যন্ত । ল্যাপটপের উপর নতুন কোন বিষয় নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভাল থাকবেন ।



পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না , করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
Share on Google Plus

About মইন উদ্দিন

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

2 comments:

  1. vaijan amar laptop e amon sound hoi.ami extra colling pad use kori tobuo amon hoi.akhon ki krb bujhte parci na...

    ReplyDelete