সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ল্যাপটপ নিয়ে আমার ধারাবাহিক পর্বের ১০ম পর্ব। মাঝে মাঝে পিসি’র সিডি/ডিভিডি রম আপনার ড্রাইভ থেকে হারিয়ে বা অদৃশ্য হয়ে জেতে পারে।এটি ল্যাপটপ বা নোটবুকের একটি কমন সমস্যা। এই সমস্যাটি হতে পারে কোন ড্রাইভ কাজ না করলে বা কোন সফটওয়্যার করাপ্টেড হয়ে গেলে। আপনি নিজেই চাইলে এই সমস্যার সমাধান করতে পারেন। আসুন তাহলে শুরু করা যাক।
আপনি উইন্ডোজ৭’র ইন-বিল্ড ট্রাবলশুটার দিয়ে সামাধান করতে পারেন বা কম্পিউটারের রেজিস্টেরি সেটিং পরিবর্তন করেও করতে পারেন। তবে রেজিস্টেরি সেটিং পরিবর্তন করার সময় লক্ষ্য রাখতে হবে যেন অন্য কোন রেজিস্টেরি ফাইল ডিলিড হয়ে না যায়। তাই এই ধাপ গুলো ফলো করার আগে আপনার রেজিস্টেরি ব্যাকআপ রাখতে পারেন।
উইন্ডোজ৭ঃ উইন্ডোজ৭’র জন্য সমাধান দেয়া হয়েছে
ক্লিক স্টার্ট বাটন > সার্চ বক্সে টাইপ করুন Troubleshooting > লেফট ক্লিক করে “View All” দিন> ক্লিক “Playing and Burning CDs, DVDs, and Blu-ray Discs”।
যদি এই পদ্ধতি কাজ না করে তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারের হার্ডওয়ারে সমস্যা। আপনি চাইলে “Hardware and Devices troubleshooter” ব্যাবহার করতে পারবেন। এটি আপনার হার্ডওয়ারের সব সমস্যা খোঁজে বের করবে। নিচের মত ফলো করুন।
ক্লিক স্টার্ট বাটন > সার্চ বক্সে টাইপ করুন Troubleshooting,এবং রেজাল্ট ওপেন করুন > এখান থেকে “Hardware and Sound” যাবেন এবং ক্লিক করুন “Configure a device”এ , তারপর কনফার্মেশনে “Yes” চাপুন> আপনার কম্পিউটার বন্ধ করে আবার অপেন করুন।
এরপরও যদি দেখা না যায় তাহলে নিচের নিয়ম অনুসরণ করুন ঃ
ক্লিক স্টার্ট বাটন >সার্চ বক্সে টাইপ করুন Device manager>ক্লিক করে ওপেন করুন।
অপেন হওয়ার পর “DVD/CD-ROM drives” খোঁজে বের করুন। রাইট ক্লিক করে “Uninstall” করুন।
হয়ে গেলে আপনার কমপিউটার বন্ধ করে আবার ওপেন করুন। অপেন করার সাথে সাথে আপনাদের ডিভাইস স্বয়ংক্রিয় ভাবে ইন্সটল হয়ে যাবে।
বন্ধুরা আজ এখানেই শেষ করছি।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন ।
পোস্ট কপি করবেন না যদি করতে হয় সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ
ReplyDelete