কেমন আছেন সবাই । আশা করি অনেক ভাল আছেন। আমরা অনেকই কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানলেও হার্ডওয়্যার সম্পর্কে তেমন একটা জানিনা। যেমন র্যামের কথাই ধরি। বিভিন্ন ধরণের কম্পিউটারে বিভিন্ন ধরণের র্যাম ব্যবহার করা হয়। আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছা করে কোনটি কোন র্যাম । আসুন তাহলে জেনে নিই কোনটি কোন র্যাম ।
১। প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব FPM RAM’র সাথে। এটির অর্থ হচ্ছে ফাস্ট পেজ মডেল। এটি ইন্টেল পেন্টিয়াম (ইন্টেল কর্পোরেশন) ভিত্তিক একটি র্যাম, যেটি ১৯৯৫ সাল থেকে ব্যবহারিত হয়। ইন্টেল কর্পোরেশন আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি এবং আয়ের উপর নির্ভর করে এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
২। এই রেমটির নাম EDO RAM বা এক্স-টেনডেট ডাটা আউট র্যাম। এই রেমটি FPM RAM টির রূপান্তর ভার্সন। এটিও একটি ইন্টেল পেন্টিয়াম ভিত্তিক র্যাম ।এই দুই র্যামের মধ্যে পার্থক্য লক্ষ্য করুন।
৩। SDRAM। এই র্যাম-টি যাত্রা শুরু করে ১৯৯৬ সাল থেকে। এটির ক্লক স্পীড (Clock Speed) ১৩৩ মেগাহার্টজ (MHz) গতিতে কাজ করতে সক্ষম যা FPM RAM’র তুলনাই ৩ গুন শক্তিশালী।
৪। DDR RAM বা ডাবল ডাটা রেট র্যাম। এটি বাজারে আসে ২০০১ সালে । এই রেম SDRAM’র তুলনাই দ্বিগুণ গতিতে ডাটা ট্রান্সফার করে। দেখুন নিচের মত।
৫। এই র্যাম-টি হচ্ছে DDR2 RAM বা ডাবল ডাটা রেট 2 র্যাম। এটি DDR RAM’র তুলনাই দ্বিগুণ গতিতে ডাটা ট্রান্সফার করতে সক্ষম। র্যাম-টি ২০০৩ সালের মাঝামাঝি সময়ে বাজারে আসে।
৬। এই র্যাম-টি হচ্ছে DDR3RAM বা ডাবল ডাটা রেট 3 র্যাম। ২০০৮ সালে ইন্টেল যখন Core i7 প্রসেসর বাজারে নিয়ে আসে,তখন DDR-3 র্যামের প্রয়োজন দেখে দেয়। বর্তমানে AMD মাদারবোর্ড গুলোও DDR- 3 র্যাম সাপোর্ট করে।
৭। এই র্যাম-টি হচ্ছে DDR- 4 র্যাম বা ডাবল ডাটা রেট ৪ র্যাম। এটি খুব দামী ও লিমিটেড প্রসেসর প্রয়োজন হয় তাই এই র্যামটি তেমন সমাদৃত নয়।
আপনি নতুন কোন র্যাম কিনলে এটির গায়ে যে স্টিকার আছে তা দেখলে বুঝতে পারবেন র্যামটি (উপরের ছবির মত) সম্পর্কে সবকিছু। র্যামের বিবর্তনের একটা বিষয় খুব সুন্দরভাবে বোঝা যায়, সেটি হল, নিত্যনতুন প্রযুক্তিগত সুবিধা ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে, এইসব হার্ডওয়্যার দ্রুত পরিবর্ধন ও সম্প্রসারণশীল বাজারে পরিণত হয়েছে, উন্নত প্রযুক্তি প্রয়োগ ও ভবিষ্যতের কথা মাথায় রেখে, দেশের কম্পিউটার বাজারকে আরো আর্ন্তজাতিক মানের করা প্রয়োজন। বিগত ২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত র্যামের কি পরিমাণ উন্নয়ন ঘটেছে, নিচের পরিসংখ্যান-টি দেখলে বুঝতে পারবেন।
সবার সুস্থতা কামনায়, এখানেই শেষ করছি।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না করতে হলে সোর্স উল্লেখ্য করে করবেন।ধন্যবাদ ।
কপি করবেন না করতে হলে সোর্স উল্লেখ্য করে করবেন।ধন্যবাদ ।
0 comments:
Post a Comment