টেক বন্ধুরা আশা করি সবাই অনেক ভাল আছেন। আজ আপনাদের জন্য লিখছি ল্যাপটপ নিয়ে আমার ধারাবাহিক পর্বের নবম পর্ব।আজকের পর্বটি সবার জন্য গুরুত্ত পূর্ণ। আমরা অনেক সময় দেখি ল্যাপটপের কোন একটি বাটন খুলে যায় বা ভেঙ্গে যায়। এই ধরণের সমস্যা হলে ভয় পাবার কিছু নেই । আপনি নিজে নিজে এই সমস্যা সামাধান করতে পারেন। আসুন তাহলে শুরু করা যাক।
যেহেতু বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরণের কী বোর্ড ব্যবহার করে তাই এই সমস্যাটির সার্বজনীন সমাধান দেওয়া প্রায় অসম্ভব। কিন্ত একটু চালাকি করলে আপনি যে কোন ধরণের কী বোর্ডের সমস্যা সমাধান করতে পারেন।
প্রথমে যে কী খুলে গেছে বা ভেঙ্গে গেছে সেটির আসেপাশে থাকা আর একটি ভাল কী খুলুন। এই বাটনটি খুলার উদ্দেশ্য হচ্ছে কী বোর্ডটির ভাল বাটনটি কিভাবে লাগানো হয়েছে তা দেখা।কী বোর্ড থেকে যেকোন বাটন খোলা খুব সহজ । যেটি খুলতে চান সেই বাটনটি হালকা করে উপরের দিকে টানদিলেই খুলে যাবে।আপনি চাইলে স্ক্রু ড্রাভার বা স্টিলের পাত ব্যবহার করতে পারেন । নিচের চবিতে দেখুন।
এবার নিচের চবিতে দেখুন কিভাবে একটি ভাল বাটন খুলে দেখা হচ্ছে এটির সেটআপটি কি রকম।অর্থাৎ ভাল বাটনটির সেটআপ দেখে দেখে খারাপ বাটনটি ঠিক করা যাবে। অনেক সময় উপরের ক্যাপটি খোলার পর দেখা যায় নিচের অংশটি ৪টি ছোট ছোট ক্লিপ দিয়ে আটকানো থাকে সেগুলু হালকা ভাবে চাপদিলে খুলে যাবে।
ভাঙ্গা কী’র কোন অংশ জোড়া লাগাতে আটা বা গ্লু ব্যবহার করতে পারেন, তবে টা হতে হবে খুব সূক্ষ্ম ভাবে।
বন্ধুরা মাঝে মাঝে এমনও হতে পারে যে আপনার কী বোর্ডের বাটনটি খোজে পাচ্ছেন না বা বাটনটি এমন ভাবে ভেঙ্গে গেছে যে মেরামত করা সম্ভব হচ্ছে না। এই ধরণের সমস্যায় পড়লে আপনাদের কী বোর্ড থেকে এমন একটি বাটন বাছাই করুন যেটি তেমন একটা ব্যবহার করা হয় না । যেমন page down/page up/ End / বা F ক্যাটাগরি থেকে যেকোন একটি বাটন খুলে আপনার প্রয়োজনীয় স্থানে লাগিয়ে দিতে পারেন। নিচের ছবিতে দেখুন একটি অপ্রয়োজনীয় কী খুলে অন্য জায়গায় লাগানো হচ্ছে।
উল্লেখ্য আপনি যদি ডেল’র ল্যাপটপ ব্যবহার করে থাকে তাহলে যেকোন কম্পিউটারের দোকানে গিয়ে সিঙ্গেল কী খোঁজ করে দেখতে পারেন।
এবার আসুন কী বোর্ডে space bar যদি খুলে যায় বা খারাপ হয়ে যায় তাহলে নিয়মটা একটু ভিন্ন। কারণ এটি অন্যান্য কী থেকে ভিন্ন। স্পেস বারের পিছনে একটি মেটাল থাকে যা স্পেস বারটিকে কী বোর্ডের সাথে আটকে রাখে। নিচের ছবিতে দেখুন।
বন্ধুরা আজ তাহলে এখানেই শেষ করছি। আশা করি সামনে আরও কিছু গুরত্ত পূর্ণ বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ্ হাফেজ।
পোস্টটি লিখেছেন, মইন উদ্দিন
কপি করবেন না , করতে হলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
কপি করবেন না , করতে হলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
0 comments:
Post a Comment