ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। এটি খুব সহজ এবং সম্পূর্ণ ফ্রী।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেখা। আপনারা জানেন, ফেসবুক তার ব্যবহারকারীদের উন্নতমানের সেবা দেওয়ার জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসে। তারই ধারাবাহিকতাই এবার নিয়ে আসল নতুন এক সেবা। এই সেবার মাধ্যমে ফেসবুক ব্যবহার টাকা আদান প্রদান করতে পারবেন।
যেভাবে টাকা পাঠাবেনঃ
১। প্রথমে যার কাছে টাকা পাঠাতে চান তার সাথে মেসেজ ওপেন করুন।
২। এরপর ডলার আইকন $ ট্যাব করে টাকার পরিমাণ উল্লেখ করে দিন।
৩। এবার Pay’ তে (উপরে ডানে) ট্যাব করে ডেভিড কার্ডের সাথে কানেক্ট করে দিন।
যেভাবে টাকা তুলবেনঃ
১। আপনার ফ্রেন্ডের সাথে কনভারসেশন অপেন করুন।
২। মেসেজের ADD Card অপশনে ট্যাব করে ডেভিড কার্ড কানেক্ট করতে হবে, যেন টাকা রিসিভ করতে পারেন।
ফেসবুক বলছে এই টাকা এক থেকে তিন কার্যদিবসের মধ্যে আদান প্রদান করা যাবে যা ব্যাংকের জমার মতই কাজ করবে।
ফেসবুকে এই সুবিধা আগে থেকেই আছে তবে শুধু মাত্র যারা পেইড গেম খেলে বা যারা ফেসবুকে বিজ্ঞাপন দেয় তারা সবাই এই নিয়ম অনুসরণ করে থাকে। এই নিয়মে ফেসবুক প্রতিদিন কমপক্ষে ১ মিলিয়ন ব্যবহারকারী থেকে টাকা আদায় করে। তাই এই ক্ষেত্রে ফেসবুককে পুরাতন খেলোয়াড় বলা চলে। তারা আরও বলছে তাদের এই টাকা ট্রান্সফারে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য ফেসবুক তার এই বিভাগকে অন্য বিভাগ থেকে আলাদা বলে জানিয়েছে। যেকোন ধরণের বিপদ এড়ানোর জন্য ফেসবুকের এন্টি-ফ্রড টিম প্রতিনিয়ত কাজ করবে।
ব্যবহারকারীরা অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি পিন কোড বানাতে পারেন। আর কারও ডিভাইসটি যদি iOS হয়ে থাকে তাহলে টাচ আইডি সিকিউরিটি ব্যবহার করে অ্যাকাউন্ট আরও নিরাপদ করতে পারে।
আজ এই পর্যন্ত । আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ।
পোস্টটি লিখেছেন, মইন উদ্দিন
কপি করবেন না , করতে হলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
কপি করবেন না , করতে হলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
0 comments:
Post a Comment