![]() |
গেমিং সফটওয়্যার |
আজকের বিষয়টি অন্য রকম । মাঝে মাঝে ইচ্ছা হয় এমন কিছু জানতে বা জানাতে যা আমাদের চারপাশেই থাকে অথচ আমরা জানিনা । আজকের শিরোনাম দেখেই বুঝতে পারছেন, বিষয়টি মাথা খারাপ হয়ে যাওয়ার মত । আপনাদের মনে হতে পারে এই মূল্যের গেমিং সফটওয়্যার কেনার মত কাউকে খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে । খুঁজে পাওয়া যাবে না এটা সত্য, কিন্তু জানতে বা জানাতে ত কোন প্রতিবন্ধকতা নেই । আসুন পরিচিত হয়ে নিই, সেই গেমিং সফটওয়্যারটার সাথে । সফটওয়্যারটার নাম CryEngine । এটিকে পুরোপুরি গেমিং সফটওয়্যার বললেও ভুল হবে । এটি ব্যবহার করা হয় গেম ডেভেলপমেন্টের জন্য ।
এই গেমিং প্লাটফর্ম সম্পর্কে জানতে তাদের ওয়েবসাইট এ ধুরে আসতে পারেন । ক্লিক করুন এখানে । নিচে কিছু স্ক্রীন শট দেওয়া হল । দেখুন এটি দিয়ে কি কি করা যায় ।
এবার আসি বেচাকেনার কথা । আপনি যদি ব্যাক্তি উদ্দেশ্যে কিনতে চান, তাহলে তা পুরোটাই অসম্ভব । কারন এই কোম্পানিটি কোন ব্যাক্তির সাথে ব্যবসায়িক লেনদেন করে না । আপনার যদি গেমিং ব্যবসা বা প্রতিস্টান থেকে থাকে, তাহলে আপনি সেখানে বিনিয়োগ করতে পারেন । আর আপনি যদি গেম বানাতে চান, তাহলে কোন সন্দেহ নেই এটি দিয়ে আপনি আপনার যা ইচ্ছা তা বানাতে পারেন । তাদের সাথে কাজ করার জন্য অর্থাৎ গেম ডেভেলপমেন্ট করতে চাইলে নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ ৯.৯০ ডলার পরিশোধ করতে হবে প্রতি মাসে । আপানর যদি গেমার হওয়ার পরিকল্পনা থাকে তাহলে এই প্লাটফর্মে কাজ করতে পারেন ।
সবার সুস্বাস্থ্য কামনায় ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment