বিভিন্ন ধরণের গেমিং মাউসঃ
আজকের লেখাটি গেমারদের জন্য । আমার কম্পিউটারে ও ল্যাপটপে, গেম খেলি যে কোন ধরনের মাউস দিয়ে , যার কারণে আমরা ভাল পারফরমেন্স পাই না । আপনি যদি গেমের পরিপূর্ণ স্বাদ পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিশেষ ধরণের মাউস ব্যবহার করতে হবে। গেমিং মাউস গুলো খুব স্পর্শকাতর হওয়ায় মাউস গুলো আপনার হাতের স্পর্শকে পরিপূর্ণ ভাবে রুপান্তর করতে সক্ষম । আসুন তাহলে পরিচিত হই, কয়েকটি গেমিং মাউসের সাথে।
প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি Logitech Gaming Mouse G100s । এই মাউসে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ২৫০০ ডি পি আই ( ডট পার ইঞ্চি ) ডেল্টা জিরো অপ্টিক্যাল সেন্সর যা আপানর ক্লিক গুলোকে সু – নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে পৌঁছে দিতে সক্ষম । এটি দিয়ে আপনি ২০ মিলিয়নের চেয়ে বেশি ক্লিক করতে পারবেন । মাউসটি পাওয়া যাবে, দেশের জনপ্রিয় ব্রান্ডেড আউটলেট গুলোতে । এটির মূল্য ২,২০০ টাকা ।
গেমিং মাউস |
২। Razer Death Adder 3500 – AP । এই মাউসটি রাইট হ্যান্ডেডলি ডিজাইন করা। এটির বড় বৈশিষ্ট্য হচ্ছে এইটিতে ৩৫০০ ডি পি আই ( ডট পার ইঞ্চি ) সেন্সর ব্যবহার করা হয়ছে যা আরও সুক্ষ আপনার হাতের মুভমেন্টকে শনাক্ত করতে সক্ষম । এই মাউসটির মূল্য ৬,৫০০টাকা। মাউসটি পাওয়া যাবে, দেশের জনপ্রিয় ব্রান্ডেড আউটলেট গুলোতে।
গেমিং মাউস |
৩। Corsair MOUSE CORSAIR M90 MMO 5700DPI। এই মাউসটিতে ব্যবহার করা হয়েছে ৫৭০০ ডি পি আই ( ডট পার ইঞ্চি ) লেজার সেন্সর । সাথে আছে ১৫ টি স্পর্শকাতর বাটন, যা আপনার গেমিং মুডকে আরও বাড়িয়ে দেবে নিঃসন্দেহে । এই মাউসটির মূল্য ৭,০০০ টাকা। মাউসটি পাওয়া যাবে, দেশের জনপ্রিয় ব্রান্ডেড আউটলেট গুলোতে।
গেমিং মাউস |
৪। Steel Series World of Warcraft Cataclysm । এই মাউসটিকে গেমারদের জন্য ওস্তাদ বলা চলে । এই মাউসে ব্যবহার করা হয়েছে ১১টি বাটন যার সাথে সংযোজিত আছে ১৩০ টি প্রি-সেট গেমিং কমান্ড । এককথায় যেকোন ধরণের গেমকে আপনার হাতের ইশারার মধ্যে নিয়ে আসবে । এই মাউসটির মূল্য ১২,০০০ টাকা । মাউসটি পাওয়া যাবে, দেশের জনপ্রিয় ব্রান্ডেড আউটলেট গুলোতে ।
গেমিং মাউস |
আশা করা যায়, এই লেখাটি আপনাদেরকে গেমিং মাউস সম্পর্কে একটা ধারণা দেবে ।
আচ্ছা, আপনি কি অনেক ক্রিয়েটিভ ? আপনি কি বিষয়ে ক্রিয়েটিভ ? আপনার ক্রিয়েটিভিটিকে ঘুমিয়ে না রেখে এমন একজন বন্ধুর সাথে শেয়ার করুন, যে আপনার ক্রিয়েটিভিটি সম্পর্কে কিছুটা ধারণা রাখে । আর আপনি যদি চান তাহলে অনলাইনে অনেক সৃজনশীল বন্ধু পাবেন যাদের সাথে আপনি আপনার ধারণা নিয়ে আলাপ করতে পারেন । কারণ, এভাবেই নিজেকে আবিষ্কার করা যায় ।
আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ্ হাফেজ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment