সুডোকো |
গেম খেলে বুদ্ধি বাড়ান ঃ
আপনি যে সফটওয়্যার গুলো ব্যবহার করেন তা কোন না কোন ভাবে আপনার বুদ্ধিমত্তাকে বিকশিত করে । আজ, আপনাদের সাথে যে গেমিং সফটওয়্যার বা পাজল সফটওয়্যারটা তার নাম সুডোকো । আপনারা অনেকই হয়ত বা মোবাইলে এই গেমটি খেলে থাকেন । গেমটি কম বেশি সবার প্রিয়। অফিসে বা বাসায় আপনি যখন লম্বা সময় ধরে কাজ করেন, আপনার বিরক্তি চলে আসে। তাই কাজের ফাঁকে চাইলে আপনার বুদ্ধিকে ঝালাই করে নিতে পারেন এই গেমিং সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যারটা নিঃসন্দেহে আপনার গাণিতিক চিন্তাকে বিকশিত করবে। সফটওয়্যারটার নাম Pure Sudoku.
সুডোকো সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন । ডাউনলোড বাটন এ ক্লিক করলে একটি PureSudokusetup.exe ফাইলটি ডাউনলোড হবে , সেটিকে রান করার পর কিচুক্ষণ সময় নিয়ে সুডোকো সফটওয়্যারটা ডাউনলোড শেষ করে আপনার কম্পিউটারে, ল্যাপটপে ও স্মার্টফোনে ইন্সটল হয়ে যাবে । এবার সফটওয়্যারটা রান করলে নিচের মত ইন্টারফেস আসবে ।
সুডোকো
এই সুডোকো গেমে আপনি তিনটি লেভেল পাবেন । ইজি ,ইন্টারমিডিয়েট ও ডিফিকাল্ট। তাহলে শুরু করুন আপনার বুদ্ধি চাকা । আপনার যদি ছোট ভাই বোন থাকে, তাহলে তাদেরকে এই সফটওয়্যারটা অনুসরণের পরামর্শ দিতে পারেন ।
|
আজ এখানেই শেষ করছি। আল্লাহ্ হাফেজ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর হে ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment