ডুপ্লিকেট লেখা খোঁজে বের করুনঃ
কেমন আছেন সবাই । আমরা অনেকই ওয়েবে বিভিন্ন বিষয়ে লেখা-লিখি করি । কখনো কখনো আমরা নিজেরা কোন বিষয় নিয়ে লিখি, আবার কখনো অন্যের লেখা পরিমার্জিত বা পরিবর্তন করে লিখি । আমরা সব সময় চাই আমাদের লেখাটি যেন সম্পূর্ণ ভাবে জেনুইন হয় । অনেকেই নিজের ওয়েবসাইটের জন্য লিখেন । কিন্ত আপনি জানেন কি, আপনার লেখাটি কত ভাগ আসল আর নকল। এমনও হতে পারে যে আপনার লেখায় ব্যবহ্নত বাক্য আপনার আগে অন্য কেউ লিখে ফেলেছে কিনা (?) । আপনার লেখাটির কোন অংশ যদি অন্য কোন ওয়েবসাইটের সাথে মিলে যায়, তাহলে গুগল আপনার ওয়েবসাইট বা লেখাটি ইনডেক্স করবে না এমন কি গুগল আপনার ওয়েবসাইটকে ক্রল (Crawl) করা বন্ধ করে দেবে । তাই কোন বিষয়ে আপনি লিখলে খেয়াল রাখবেন , যাতে কোন বাক্য হুবহু মিলে না যায় । ওয়েবে প্লেজিয়ারিজম চেক করার জন্য অনেক সাইট আছে, যার অধিকাংশই তেমন ভাল কাজ করে না । আজ আপনাদের সাথে যে লিংকটি শেয়ার করব তা বহু পরীক্ষিত একটি সাইট । তাহলে চলুন শুরু করা যাক।
আপনার লিখাটি চেক করার জন্য এই লিংক এ ক্লিক করুন । পেজটি ওপেন হলে নিচের মত ইন্টারফেস দেখবেন । এখানে আপনার লেখা পেস্ট করুন এবং Check for Plagiarism বাটন এ ক্লিক করুন । প্রতিবার আপনি ১,৫০০ শব্দের প্যারাগ্রাফ চেক করতে পারবেন ।
আমি ৫ টি ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে ৫ টি লেখা এখানে চেক করলে নিচের মত রেজাল্ট আসে । আর একটু নিচের দিকে থাকালেই দেখবেন এই লেখা গুলো কোন কোন ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে । এখানে রেজাল্টের পাশে o % Unique Content দেখাচ্ছে । অর্থাৎপুরো লেখাটাই কপি পেস্ট । লাল রঙের লিংক গুলো ক্লিক করলে দেখাবেন কোন ওয়েবসাইটের সাথে এই লেখার মিল রয়েছে ।
তাহলে বুঝতে পারলেন আপনার লেখা কতটুকু ইউনিক হওয়া প্রয়োজন । যেতে যেতে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা আপনি কি কখনো গ্রামের আকা বাকা মেটো পথ ধরে হেঁটেছেন ? যার এক পাশ দিয়ে বয়ে গেছে নদী আর অন্য পাশে দোল খাচ্ছেধান সিঁড়ি । ভাবেতেই অসাধারণ লাগে না জানি বাস্তবে তা কত সুন্দর । সবার শুভ কামনায় । আল্লাহ্ হাফেজ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment