![]() |
PDF এ কনভার্ট করুন |
PDF এ সংরক্ষণ
আমরা ওয়েব এ অনেক পোস্ট দেখি, যেগুলো অনেক তথ্য বহুল হয়ে থাকে। অনেকেই প্রিয় পোস্ট গুলোকে মাইক্রোসফট ওয়ার্ড এ কপি পেস্ট করে রাখেন । কিন্ত তা দেখতে খারাপ দেখায় । তাই ওয়েব পেইজকে হুবহু PDF করে সংরক্ষণ করলে ১০০ বছর পরও আপনি ঐ পোস্ট গুলো হুবহু পড়তে পারবেন। তাই আজ থেকে কোন অসাধরন পোস্ট পেলে যটপট PDF এ সংরক্ষণ করুন । ওয়েবে এরকম অনেক ওয়েব টু পি.ডি.এফ টুলস দেখবেন, যেগুলো কয়েকবার ব্যবহার করার পর আপনার কাছ থেকে টাকা চাইবে । আজ আপনাদের সাথে যে লিংকটি শেয়ার করব, তা দিয়ে আপনি ফ্রী-তে আনলিমিটেড কাজ করতে পারবেন।
লিংক এ যাওয়ার জন্য এখানে ক্লিক করুন । ওয়েবসাইটি লোড হওয়ার পর স্ক্রল (Scroll) করে একটু নিচের দিকে আসলে নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখবেন।
![]() |
কনভার্ট করার নিয়ম |
PDF এ সংরক্ষণ করার নিয়মঃ
১। এখানে তীর চিহ্ন দেয়া অপশনটির উপর মাউস চেপে ধরে তা ড্র্যাগ (Drag) করে আপনার ব্রাউজারের বুকমার্ক টুলবারে ছেড়ে দিন ।
২। বুকমার্ক টুলবারে ছেড়ে দেওয়ার পর তীর চিহ্নিত একটি বাটন দেখবেন।
এবার আপনার কাজ শেষ । আপনি আপনার ইচ্ছামত একটি ওয়েবসাইট ওপেন করুন আর যে পেজটি পি.ডি.এফ এ কনভার্ট করতে চান, সেটি ওপেন থাকা অবস্তায় বুকমার্ক টুলবারে রাখা বাটনে ক্লিক করুন । একটুপর PDF ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে আপনার কম্পিউটার এ ডাউনলোড হয়ে যাবে।
সবার জন্য অনেক শুভ কামনা রইল । আল্লাহ্ হাফেজ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment