ছোট করুন ভিডিও ফাইল সাইজ |
ভিডিও ফাইল ছোট করার সফটওয়্যারঃ
আপনারা অনেকে ভিডিও এডিটিং করেন । এডিট করার পর হয়ত বা দেখেন, ফাইলের আকার অনেক বড় । এই বিশাল পরিমাণ ফাইল আকারের কারনে আপনি বেশ কিছু সমস্যাই পড়েন । যেমন, ফাইল শেয়ার করতে হলে অনেক সময় নিতে হয় , ইউটিউবে ভিডিও আপলোড করাও কষ্টকর হয়ে যায় । তাই আপনাদের জন্য নিয়ে আসলাম, এমন একটা সফটওয়্যার যা দিয়ে আপনি সহজে ভিডিও ফাইল ছোট করতে পারবেন ।
এ রকম আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ফাইল ছোট করতে চাইলে দেখা যায় ভিডিও রেজ্যুলেশন কমে যায় । কিন্ত এই সফটওয়্যারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি দিয়ে ছোট করলে ভিডিও রেজ্যুলেশন কোন পরিবর্তন হয় না । শুরু করা যাক ।
সফটওয়্যারটার নাম Handbrake। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
ডাউনলোড করে ইন্সটল করুন । নিচের মত ইন্টারফেস আসবে ।
ভিডিও ফাইল ছোট করার নিয়মঃ
১। Source ফাইল থেকে কমান্ড দিয়ে আপনি যে ভিডিও ফাইলটি ছোট করতে চান তা দেখিয়ে দিন।
২। ব্রাউজার অপশন ক্লিক করে আপনি কোথায় ভিডিও ফাইলটি এক্সপোর্ট করতে চান তা নির্বাচন করে দিন।
৩। আপনি অবশ্যই web optimized টি টিক মার্ক করে দিবেন ।
৪। এবার আর কোন ধরণের পরিবর্তন না ঘটিয়ে start বাটন এ ক্লিক করুন ।
৫। এই জায়গায় দেখুন আপনার ভিডিওটি এনকোডিং-এর সময় এবং পরিমাণ দেখাচ্ছে ।
২। ব্রাউজার অপশন ক্লিক করে আপনি কোথায় ভিডিও ফাইলটি এক্সপোর্ট করতে চান তা নির্বাচন করে দিন।
৩। আপনি অবশ্যই web optimized টি টিক মার্ক করে দিবেন ।
৪। এবার আর কোন ধরণের পরিবর্তন না ঘটিয়ে start বাটন এ ক্লিক করুন ।
৫। এই জায়গায় দেখুন আপনার ভিডিওটি এনকোডিং-এর সময় এবং পরিমাণ দেখাচ্ছে ।
আশা রাখি, এই সফটওয়্যারটা আপনার কাজে লাগবে।
সবার জন্য শুভ কামনা রইল । আল্লাহ্ হাফেজ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment