|
অটোরান ও শর্টকার্ট বিদায় করুন |
|
অটোরান ও শর্টকার্ট ভাইরাস বিদায়
কম্পিউটার ব্যবহার করেন, আর শর্টকার্ট বা অটোরান ভাইরাসের কবলে পড়েননি এমন কাউকে খুঁজে বের করা সত্যি অসম্ভব । আপনারা হয়ত বা অনেক ধরনের অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন, কিন্তু অ্যান্টি ভাইরাস এইসব ভাইরাস রিমুভ করা যায় না । আসলে এটি এক ধরনের লেটেন্ট ( সুপ্ত ) ভাইরাস । তাই সাধারণ অ্যান্টি ভাইরাস সফটওয়্যার দিয়ে এই ভাইরাস দূর করা সম্ভব নয়। অনেকের দেখা যায়, তাদের কম্পিউটার এই ভাইরাসে আক্রান্ত হলে চোখ বন্ধ করে সেট-আপ দেয়া ছাড়া আর কোন উপায় খুঁজে পান না । মাঝে মাঝে হয়ত বা দেখেন, আপনার পেনড্রাইভে অনেক ফাইল থাকলেও আপনি কোন ফাইলে দেখছেন না , তাদের জন্য এই সফটওয়্যারটা নিয়ে আসা । সফটওয়্যারটার নাম usbfix এবং সাইজ ৩ মেগা বাইট । এটি একটি ফ্রী সফটওয়্যার।
অটোরান ও শর্টকার্ট ভাইরাস রিমুভ করার সফটওয়্যারঃ
ইন্সটল করার পর, নিচের মত একটা ইন্টারফেস আসবে।
|
অটোরান ভাইরাস বিদায় |
এটির নাম usbfix দেখে মনে করার কোন কারন নেই যে শুধু আপনার USB তে কাজ হবে। আসলে এই সফটওয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারের অটোরান বা শর্টকার্ট ভাইরাসও দূর করতে পারবেন ।
অটোরান ও শর্টকার্ট রিমুভ করবেন যেভাবেঃ
১। আপনার কম্পিউটারে পেনড্রাইভ বা মেমোরি কার্ড সংযোগ করে সফটওয়্যারটা ওপেন করুন এবং clean বাটন এ ক্লিক করুন । দেখবেন কিছুক্ষণের মধ্যে সফটওয়্যারটি কম্পিউটার স্ক্যান শুরু করে দিয়েছে । একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন । স্ক্যান শেষ হয়ে গেলে সফটওয়্যারটা ইন্টারফেস মোডে ফিরে যাবে।
২। এই অপশনটি ব্যবহার করে আপনি চাইলে আপনার মেমোরি কার্ড ও ইউএসবি মডেম vaccinate করতে পারেন।
প্রতিবারের মত আপনারদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনি জানেন ইদানিং বিভিন্ন ক্ষেত্রে অ্যাপসের ব্যবহার ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে । এটিই হতে যাচ্ছে মিলিয়ন ডলার ব্যাবসায়ের অন্যতম ক্ষেত্র । তাই চিন্তা ভাবনা করে এমন একটি ধারণা বের করুন যা একটা কমিউনিটির নির্দিষ্ট এক বা একাদিক সমস্যা সমাধানে কাজে লাগবে । আপনি চাইলে অ্যাপস বানিয়ে বা অ্যাপস এর ধারনা শেয়ার করে জিতে নিতে পারেন লাখ টাকার পুরষ্কার । আপনার সৃষ্টিশীল চিন্তা ভাবনাকে আরও বিকশিত করুন আর আপনার বানানো বা চিন্তা প্রসূত অ্যাপস দিয়ে যাদুর কাঠির মত পাল্টে দিন বিশ্বকে । সবার জন্য শুভ কামনা।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। ধন্যবাদ।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment