আজব মোবাইল ফোন |
আজ আপনাদেরকে পরিচয় করে দিব বিশ্বের ৫ টি অদ্ভুত মোবাইল ফোনের সাথে । বর্তমানে এই মোবাইল গুলো, বাজারে না থাকলেও, সেই সময়ের তরুণদের কাছে বেশ জনপ্রিয় ছিল। আসুন দেখি নিই ।
১। Hong Jeong (হং জিইয়ং) – ডুয়েল এল.সি. ডি ফোন
এটি একটি অদ্ভুত ফোন । ওয়ার্ল্ড আগ্লিএস্ট মোবাইল ফোন এর তালিকায় এই ফোনটি বার বার উঠে আসে ।
এটি একটি অদ্ভুত ফোন । ওয়ার্ল্ড আগ্লিএস্ট মোবাইল ফোন এর তালিকায় এই ফোনটি বার বার উঠে আসে ।
অদ্ভুত মোবাইল ফোন |
২। ভার্জিন মোবাইল লবস্টার – ৭০০
এটি দেখতে অনেকটা লবস্টার এর মত হওয়ায় এটির নাম রাখা হয়েছে লবস্টার ৭০০।
অদ্ভুত মোবাইল ফোন |
৩। তশিবা জি ৪৫০
এই ফোনটি একেধারে মোবাইল , ডাটা স্টোরেজ ডিভাইস , এবং ইউএসবি মডেম হিসাবে কাজ করবে।
অদ্ভুত মোবাইল ফোন |
৪। এই মোবাইলটির নাম Samsung Juke (স্যামসাং জুক) । এটি মূলত তৈরি করা হয় মিউজিক প্রেমিকদেরকে টার্গেট করে।
অদ্ভুত মোবাইল ফোন |
৫। Samsung (স্যামসাং এস.সি.এইস – i760)
স্যামসাং এই মোবাইলটিতে মাইক্রোসফট উইন্ডোজ মোবাইল ভার্সন ব্যবহার করে ।
অদ্ভুত মোবাইল ফোন |
সবার শুভ কামনায় । আল্লাহ্ হাফেজ।
পোস্টটি লিখেছেন মইন উদ্দিন।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কপি করবেন না, প্রয়োজনে সোর্স উল্লেখ করুন। আর ভাল লাগলে নিচের যেকোন একটি সোশাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments:
Post a Comment